X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বহু সাবেক আফগান কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান: জাতিসংঘ প্রতিবেদন

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ১৭:৪৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৮:১৮

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর পুরনো সরকারের বহু কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর তালেবানের হত্যার শিকার হয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কাজ করা বহু আফগান নাগরিক।

রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা পরিষদে ওই প্রতিবেদন উপস্থাপন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এতে আফগানিস্তানের তিন কোটি ৯০ লাখ মানুষের জীবনযাত্রা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যুদ্ধ বন্ধ হলেও মানুষের পরিস্থিতির উন্নতি হয়নি। অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাচ্ছে।’

আফগানিস্তানের মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিগত কয়েক মাস ধরেই সতর্ক করে আসছেন জাতিসংঘ মহাসচিব। বিদেশি সেনা প্রত্যাহারের পাশাপাশি আন্তর্জাতিক দাতা গোষ্ঠী আর্থিক সহায়তা সীমিত করে ফেলায় আফগানিস্তান পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় আফগানিস্তানের জাতিসংঘ মিশন পুনর্গঠন অনুমোদন করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান অ্যান্তনিও গুতেরেস। তিনি নতুন একটি মানবাধিকার পর্যবেক্ষণ ইউনিট স্থাপনেরও তাগিদ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মিশন হত্যাকাণ্ড, গুম এবং অন্য ধরনের মানবাধিকার হরণের বিশ্বাসযোগ্য অভিযোগ এখনও পাচ্ছে। সাবেক কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে কাজ করা আফগান নাগরিকেরা এসবের শিকার হচ্ছে। যদিও ক্ষমতা দখলের পর সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ আগস্টের পর থেকে শতাধিক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানতে পেরেছে জাতিসংঘ মিশন। এর দুই-তৃতীয়াংশই তালেবান বা তাদের মনোনীতদের হাতে নিহত হয়েছেন। এছাড়া জঙ্গিগোষ্ঠী আইএসের স্থানীয় শাখার অন্তত ৫০ সদস্যকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী