X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পার্লামেন্ট থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শাহ মেহমুদ কোরেশি

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ০৩:১৩আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৩:১৩

সদ্য ক্ষমতাচ্যুত হওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পার্লামেন্ট থেকে পদত্যাগের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তার দল। এর কয়েক ঘণ্টা আগে দলের আরেক সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, তাদের দলের আইনপ্রণেতারা সোমবার গণহারে ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করবেন।

রবিবার রাতে টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজ শোতে হাজির হয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, ‘আজ ইমরান খানের সভাপতিত্বে দলের কোর কমিটির বৈঠক হয়েছে’।

ওই বৈঠকে শাহবাজ শরিফের বিপরীতে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শাহ মেহমুদ কোরেশির প্রার্থীতার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এছাড়া বর্তমান পরিস্থিতিতে দলের আইনপ্রণেতারা ন্যাশনাল অ্যাসেম্বলিতে থাকবেন কিনা তা নিয়েও আলোচনা হয়েছে।

মেহমুদ কোরেশি বলেন, ‘এই ইস্যুতে আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী আগামীকাল বেলা ১২টায় দলের পার্লামেন্টারি কমিটির বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই কঠিন সময়ে যারা তার পাশে রয়েছেন তাদের মতামত চাওয়া হবে। ওই বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

পার্টিতে কোন মনোভাব জানতে চাইলে কোরেশি বলেন, ‘ইমরান খান যা চাইবেন তাই হবে। তিনি সিদ্ধান্ত নেবেন, আর সেই সিদ্ধান্ত যাই হোক তা সবাই মেনে নেবেন।’ তিনি আরও বলেন, ‘তবে আমাদের দল গণতান্ত্রিক এবং ইমরান খান সবার মতামত শুনবেন এবং পরে সিদ্ধান্ত নেবেন। আমার ব্যক্তিগত মত এবং আলোচনার সময়ে যা বুঝতে পেরেছি তা হচ্ছে দলের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা মনে করেন আমাদের অ্যাসেম্বলির মধ্যেই প্রতিবাদ করা উচিত এবং বাইরে জনগণের সঙ্গেও যোগাযোগ রাখা উচিত।’

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া