X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে টিকাদাতাদের পাহারা দেওয়া ২ পুলিশকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২২, ২০:৫৮আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২০:৫৮

পোলিও টিকাদানে নিয়োজিত কর্মীদের একটি দলের পাহারায় থাকা দুই পুলিশ সদস্যকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। পুলিশ জানিয়েছে, হামলার পর দলে থাকা দুই টিকাদাতা অক্ষত রয়েছেন।

পাকিস্তানে প্রায়ই টিকাবিরোধী জঙ্গিদের হামলার মুখে পড়ে থাকেন পোলিও টিকাদাতারা। এই জঙ্গিদের দাবি, টিকাদান হচ্ছে মুসলিমদের বন্ধ্যা করার পশ্চিমা ষড়যন্ত্র। বিশ্বের মাত্র দুইটি দেশে এখন পর্যন্ত পোলিও স্থানীয় মহামারি হিসেবে থেকে গেছে। দেশ দুইটি পাকিস্তান ও আফগানিস্তান। মারাত্মক এই রোগ প্রাণঘাতী কিংবা আক্রান্তদের পঙ্গু করে ফেলতে পারে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুই বন্দুকধারী ছোট একটি খালের কাছে লুকিয়ে ছিল। রক্ষীদের খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করে তারা। পরে তারা একটি মোটরসাইকেলে পালিয়ে যায় বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ কর্মকর্তা ওয়াকার আহমেদ খান। ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম পাকিস্তানের টঙ্ক জেলার কোট আজম গ্রামে।

টিকাবিরোধী মনোভাবের কারণে পাকিস্তানে বহু পোলিও কর্মী এবং তাদের রক্ষীরা নিহত হয়েছেন। এসব মনোভাবের মধ্যে টিকায় শুকরের চর্বি রয়েছে-এমন বিশ্বাসও রয়েছে। আল-কায়েদা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের অবস্থান শনাক্ত করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পাকিস্তানে ভুয়া টিকাদান কার্যক্রম পরিচালনা করার পর দেশটিতে এই ধরনের কর্মসূচির বিরোধিতা আরও জোরালো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অন্যতম লক্ষ্য পৃথিবী থেকে পোলিও নির্মূল। কয়েক বছরের মধ্যে এই লক্ষ্য অর্জনের আশা করছে সংস্থাটি। তবে টিকাদান কর্মসূচির এই ধরনের ছোট ছোট বিরোধিতার পকেটের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে সংস্থাটি। এছাড়া সম্প্রতি এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিও তাদের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে।

১৫ মাস পর গত এপ্রিলে পাকিস্তানে শনাক্ত হয় প্রথম পোলিও রোগী। তারপর আরও ১৩ জনের এই রোগ শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই এক সময়ে তালেবানের শক্তঘাঁটি আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দা। এছাড়া প্রায় এক দশক পর যুক্তরাষ্ট্রেও পোলিও রোগী পাওয়া গেছে।

পোলিও ভাইরাস জনিত রোগ। আক্রান্ত ব্যক্তির মলের সংস্পর্শে আসলে এই ভাইরাস দ্রুত ছড়ায়। হাঁচি-কাশির মাধ্যমে রোগটি ছড়ালেও এই ধরনের প্রবণতা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর কোনও লক্ষণ দেখা যায় না। কারো কারো অবশ্য সর্দি-জ্বরের মতো প্রবণতা দেখা যায়। বিরল ক্ষেত্রে রোগীরা পঙ্গু হয়ে পড়ে। এছাড়া প্রাণঘাতীও হয়ে উঠতে পারে এই ভাইরাস।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া