X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১৩:৩৯আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৩:৫১

পূর্ব সতর্কতা ছাড়াই পশ্চিম উপকূলীয় শহর ওনচন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার (১৭ আগস্ট) দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। তবে ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা কিংবা উচ্চতা নিয়ে আর কোনও তথ্য জানানো হয়নি।

ওই সামরিক সূত্রটি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ নির্ধারণে বিস্তারিত বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) চারদিনের প্রস্তুতিমূলক যৌথ মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। আগামী ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উলচি ফ্রিডম শিল্ড নামে অনুষ্ঠিত হতে যাওয়া যৌথ মহড়ার প্রস্তুতি হিসেবে এই মহড়া শুরু হয়। আর এর পরেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা সামনে এসেছে।

করোনাভাইরাসের মহামারি এবং উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মাত্রা কমে আসায় গত কয়েক বছরে নিজেদের যৌথ মহড়ার আকার কমিয়ে এনেছে দুই মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া বরাবর অভিযোগ করে আসছে এসব যৌথ মহড়া তাদের দেশে আগ্রাসন চালানোর প্রস্তুতি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জানান উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উন্নয়ন বন্ধ এবং পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করে তাহলে তাদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে সিউল। ক্ষমতা গ্রহণের শততম দিন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার (১৭ আগস্ট) একথা জানান তিনি।

বিগত দুই মাস ধরে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি উত্তর কোরিয়া। এই সময়ে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের কথা উঠে আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। গত সপ্তাহে করোনা জয়ের ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। কোনও কোনও বিশ্লেষক  মনে করেন সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই পরীক্ষা চালানো হলে তা হবে ২০১৭ সালের পর প্রথম এই ধরনের কোনও পরীক্ষা।

সূত্র: রয়টার্স

/এনবি/জেজে/
সম্পর্কিত
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
ইউক্রেনের বিরুদ্ধে চিকিৎসাকেন্দ্রে বারবার হামলার অভিযোগ রাশিয়ার
সর্বশেষ খবর
সরকারের সব সংস্থার মধ্যে সহযোগিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: সেনাপ্রধান
সরকারের সব সংস্থার মধ্যে সহযোগিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: সেনাপ্রধান
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের, আছে শাস্তির বার্তাও
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের, আছে শাস্তির বার্তাও
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট