X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অবশেষে আইএমএফের ঋণ পাচ্ছে বিপর্যস্ত শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০১

নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে শ্রীলঙ্কার সরকারকে ২৯০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দিতে রাজি রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ সংক্রান্ত একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে উভয়পক্ষ। ঋণতাদা সংস্থাটি বলছে, গত কয়েক দশকের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার স্থায়ী উপায় খুঁজছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাজধানী কলম্বোয় আইএমএফের জ্যেষ্ঠ কর্মকর্তা পিটার ব্রুয়ার সাংবাদিকদের বলেন, ‘কর্তৃপক্ষ পর্যায়ের চুক্তিটি শ্রীলঙ্কার জন্য সংকট থেকে বেরিয়ে আসার একটি দীর্ঘ পথের শুরু মাত্র’। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে।

আগামী চার বছর ধরে এই অর্থ দেওয়া হবে শ্রীলঙ্কাকে। সরকারের রাজস্ব বৃদ্ধি, আর্থিক একত্রীকরণকে উৎসাহিত করা, জ্বালানি ও বিদ্যুতের জন্য নতুন মূল্য নির্ধারণ, সামাজিক ব্যয় বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার করা এবং ধসে যাওয়া বৈদেশিক রিজার্ভ পুনর্গঠন করা হবে এর লক্ষ্য। এই সহায়তার জন্য লঙ্কান সরকারকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।

চলতি বছরের জুলাই পর্যন্ত শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ১৮২ কোটি মার্কিন ডলার।

১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর এমন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট পড়তে হয়নি দক্ষিণ এশিয়ার এই দেশটিকে। জ্বালানি, প্রয়োজনীয় ওষুধ, নিত্য পণ্যের মূল্য ঊর্ধ্বগতিসহ সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে। এই সংকটের জন্য সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারকে দায়ী করে আসছে দেশটির সাধারণ মানুষ।

/এলকে/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!