X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছিল ইতিবাচক: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২২, ১৬:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৬:৪৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ইতিবাচক ও গঠনমূলক ছিল বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে পার্শ্ববৈঠকে দুই নেতা মিলিত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

প্রায় এক বছর ধরে অস্ট্রেলিয়া ও চীনের সম্পর্ক শীতল। এই বৈঠকের মধ্য দিয়ে সেই অবস্থা কাটলো বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালে অস্ট্রেলিয়া একটি আইন জারি করে। বিদেশি হস্তক্ষেপ আইন পাসের কয়েক মাস পর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে প্রথম পশ্চিমা দেশ হিসেবে চীনা কোম্পানি হুয়াওয়েকে নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া।

একই সঙ্গে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েও বেইজিংকে ক্ষুব্ধ করেছিল ক্যানবেরা। এছাড়া হংকংয়ে চীনের পদক্ষেপ ও জিনজিয়াংয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা এবং আকুস চুক্তিতেও স্বাক্ষর ভালোভাবে নেয়নি চীন।

পাল্টা পদক্ষেপ হিসেবে অস্ট্রেলীয় কয়েকটি পণ্যে নিষেধাজ্ঞা জারি করে চীন। অস্ট্রেলিয়ার সাংবাদিকদের চীন থেকে বহিষ্কার করা হয় এবং চীনা শিক্ষার্থী ও পর্যটকদের অস্ট্রেলিয়া সফর এড়াতে সতর্কতা জারি করে বেইজিং। যা অস্ট্রেলিয়াকে ক্ষুব্ধ করে।

সমুদ্রেও দুই দেশ বেশ কয়েকটি বিপজ্জনক মুখোমুখি অবস্থান নিয়েছিল।

বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ও শি জিনপিং বাণিজ্য, দূতাবাস ও মানবাধিকার ইস্যতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করেছেন। অস্ট্রেলিয়া-চীন সম্পর্ক স্থিতিশীল করতে এই বৈঠক ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দেড় ঘণ্টার এই বৈঠকের আগে অ্যান্থনি আলবেনিজ বলেছিলেন, চীনা প্রেসিডেন্টের সঙ্গে গঠনমূলক সংলাপের প্রত্যাশা করছেন তিনি। একই সঙ্গ দ্বিপক্ষীয় শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টায় উভয় পক্ষ কাজ করায় প্রশংসাও করেন তিনি।

আলবেনিজ বলেন, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি।

 

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা