X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ছাড়কৃত মূল্যে রাশিয়ার সার পাচ্ছে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৪

ভারতের কাছে ছাড়কৃত মূল্যে সার বিক্রি বন্ধ করেছে রাশিয়ার কোম্পানিগুলো। এসব সারের মধ্যে রয়েছে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি)। বিশ্বজুড়ে চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসলো। গত বছর ভারতের বৃহত্তম সার সরবরাহকারী ছিল রাশিয়া। সংশ্লিষ্ট খাতের সঙ্গে জড়িত তিনটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আগস্টে রুশ কোম্পানিগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। ছাড় দেওয়ার বদলে বাজারমূল্যে সার বিক্রির প্রস্তাব দিয়েছে তারা। এর ফলে ভারতের আমদানি ব্যয় বাড়তে পারে। একই  সঙ্গে বিশ্ব বাজারে চড়া দামের  কারণে সরকারের ভর্তুকির বোঝাও বাড়তে পারে। বিশ্বের শীর্ষ সার রফতানিকারক  হিসেবে বিদেশে বিক্রি কমানোর চেষ্টা করছে চীন।

সার আমদানিতে জড়িত  থাকা দিল্লিভিত্তিক এক সিনিয়র  কর্মকর্তা বলেছেন, কোনও ছাড় নেই। রুশ কোম্পানিগুলো বাজারমূল্যে সার বিক্রির প্রস্তাব দিচ্ছে।

২০২২-২৩ অর্থবছরে রাশিয়ার কাছ থেকে ভারতের সার আমদানি বেড়েছে  ২৪৬ শতাংশ।  ৩১ মার্চ শেষ হওয়া অর্থ বছরে ৪.৩৫ মিলিয়ন মেট্রিক টন রুশ সার আমদানি করেছে ভারত। ছাড়কৃত মূল্যে ডিএপি, ইউরিয়া ও এনপিকে সার কিনেছিল দিল্লি।

অপর এক ভারতীয় কর্মকর্তা বলেছেন, রুশ কোম্পানিগুলো ডিএপি সার প্রতি টন  ৮০ ডলারে বিক্রি করে আসছিল।কিন্তু  তারা এখন এমনকি ৫ ডলারও ছাড় দিচ্ছে না।

এক রুশ কর্মকর্তা বলেছেন, ডিএপি সারের বর্তমান বাজারমূল্য সিএফআর ভিত্তিতে প্রতিটন প্রায় ৫৭০ ডলার। এশিয়ার অন্যান্য বিক্রেতারাও একই মূল্যে বিক্রি করছে।

মুম্বাইভিত্তিক একটি  সার কোম্পানির এক  কর্মকর্তা বলেছেন, গত দুই মাস ধরে বিশ্বে সারের দাম বাড়ছে। ফলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য আসন্ন শীতে চাহিদা মেটানো কঠিন হতে পারে। কারণ গমের জন্য ওই সময় ডিএপি সারের  চাহিদা  তুঙ্গে  থাকে।

তিনি আরও বলেছেন, জুলাই মাসে বৈশ্বিক বিক্রেতারা সিএফআর ভিত্তিতে প্রতিটন প্রায় ৩০০ ডলারে বিক্রির প্রস্তাব দিয়েছিল। কিন্তু  এখন তারা প্রতিটন ৪০০ ডলার চাইছে। তখন প্রতি টন  ডিএপি সারের মূল্য ছিল প্রায় ৪৪০ ডলার। 

মুম্বাইভিত্তিক কোম্পানি কর্মকর্তা বলেন, ভারতে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগ মুহূর্তে বিশ্বে সারের  দাম বাড়ছে। কৃষকদের রক্ষা করতে সরকারের সামনে ভর্তুকি দেওয়া ছাড়া কোনও উপায় নেই।

 

/এএ/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?