X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রেলীয় সাংবাদিকের বিচার শুরু

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২২, ১৪:১৪আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪:১৪

অস্ট্রেলিয়ার সাংবাদিক চেং লেই এর বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগের বিচার শুরু করেছে চীন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে তাকে নির্দোষ দাবি করে আসছে তার পরিবার।

চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক চেং লেই চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে (সিজিটিএন) কর্মরত ছিলেন। ২০২০ সালের আগস্টে তাকে গ্রেফতার করা হয়। এর বিরুদ্ধে বারবার উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার চীনের একটি রুদ্ধদ্বার আদালতে শুরু হয়েছে চেং লেই এর বিচার। আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রাহাম ফ্লেচার। তিনি জানান, তাকে এবং অস্ট্রেলিয়ার অন্য কর্মকর্তাদের আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিবেচনায় চীনের আদালত প্রায়ই বহিরাগতদের প্রবেশের অনুমতি দেয় না।

গ্রাহাম ফ্লেচার বলেন, ‘এটা গভীর উদ্বেগের, অসন্তোষজনক এবং দুঃখজনক। গোপনীয়তার সঙ্গে চলা কোনও প্রক্রিয়ার বৈধতার ওপর আমরা আস্থা রাখতে পারি না।’ তিনি বলেন, চেং লেই এর অধিকার এবং স্বার্থের পক্ষে জোরালো অবস্থান বজায় রাখবে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে আকস্মিকভাবে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে যান চেং লেই। আত্মীয় ও বন্ধুদের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চীনা কর্তৃপক্ষ জানায় তাকে নিজ বাড়িতে নজরবন্দি রাখা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
ট্রাম্প বা বাইডেন যে-ই জিতুন মার্কিন সমর্থন অপরিবর্তিত থাকবে, আশা তাইওয়ানের
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!