X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বৃষ্টি ঠেকাবে না এক লাখ ৪৩ হাজার টাকার ছাতা, চীনে ক্ষোভ

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২২, ১৫:৩৬আপডেট : ১৯ মে ২০২২, ১৫:৩৬

পশ্চিমা দুনিয়ার জনপ্রিয় ব্র্যান্ড গুচি ও অ্যাডিডাসের একসেট ছাতা চীনে ১১ হাজার একশ’ ইউয়ান দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়াচ্ছে এক লাখ ৪৩ হাজার টাকার বেশি। তবে সূর্যের তাপ আটকাতে তৈরি করা ছাতাটি বৃষ্টি ঠেকাতে পারবে না। এনিয়ে চীনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

উৎপাদক প্রতিষ্ঠান এই পণ্যগুলোকে বলছে ‘সান আমব্রেলা’। চীনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম উইবুতে পণ্যটি ভাইরাল হয়ে পড়েছে।

এর আগে গুচির ওয়েবসাইটে বলা হয়, ছাতাটি পানি আটকানোর জন্য নয় এবং এটি সূর্য থেকে সুরক্ষা কিংবা সজ্জার কাজে ব্যবহার করা যাবে। আগামী মাসে ছাতাটি বাজারে ছাড়া হবে। তবে আগেই অনলাইন প্রচারের জন্য ছাতাটির ছবি প্রকাশ হয়েছে।

ছাতাটি নিয়ে উইবুতে তৈরি হওয়া একটি হ্যাশট্যাগ এখন পর্যন্ত ১৪ কোটিরও বেশি বার দেখা হয়েছে। এক ব্যবহারকারী ছাতাটিকে ‘খুব বড় কিন্তু অকেজো ফ্যাশন অনুষঙ্গ’ আখ্যা দিয়েছেন।

আরেক উইবু ব্যবহারকারী লিখেছেন, ‘যতক্ষণ আমি গরীব থাকবো, ততক্ষণ এর জন্য তারা আমাকে অর্থ খরচ করাতে পারবে না।’

তবে অনেকেই বুঝতে পারছেন এতো কিছুর পরও ছাতাটি কেন আকর্ষণীয়। এক ব্যবহারকারী লিখেছেন, ‘যারা কিনতে ইচ্ছুক তারা বিলাস দ্রব্য ব্যবহার করে সেগুলোর মূল্য দেখানোর জন্য। বাস্তব ব্যবহার নিয়ে তাদের মাথা ব্যাথা নেই।’

বিলাসী ব্র্যান্ড গুচি এবং খেলার সামগ্রি প্রস্তুতকারক অ্যাডিডাস যৌথভাবে তৈরি করেছে ছাতাটি। আগামী ৭ জুন এটি বাজারে আসবে। সমালোচনার জবাবে নিয়ে কোনও মন্তব্য করেনি গুচি ও অ্যাডিডাস।

তবে গুচির এক মুখপাত্র বেইজিং ভিত্তিক ম্যাগাজিন কাইজিংকে বলেন, পণ্যটি প্রাত্যহিক ছাতা হিসেবে ব্যবহারের জন্য সুপারিশ করা নয়। তিনি বলেন, ভালো সংগ্রাহকদের কাছে এর মূল্য রয়েছে।

বিলাসী ব্র্যান্ডগুলোর জন্য শীর্ষ বাজার হয়ে উঠছে চীন। গত বছর বিশ্বের দ্বিতীয় শীর্ষ আর্থিক শক্তির দেশটিতে বিলাসী পণ্যের ব্যবহার বেড়েছে ৩৬ শতাংশ। কনসালটেন্সি প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির ধারণা আগামী তিন বছরের মধ্যে চীন বিলাসী পণ্যের সবচেয়ে বড় বাজার হয়ে উঠবে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা