X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সীমান্তে শরণার্থী সংকট, ‘মাস্টার মাইন্ড পুতিন’: পোল্যান্ড

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ০৬:১৫আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৩:১৮

শরণার্থী সংকট নিয়ে পোল্যান্ড-বেলারুশের মধ্যে উত্তেজনা বাড়ছে। সীমান্তে এমন পরিস্থিতির পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে অভিযোগ করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি। তিনি বলেন, বেলারুশের কর্তৃত্ববাদী নেতা পুতিনের ঘনিষ্ঠ। এই শরণার্থী সংকটের মাস্টার মাইন্ড মস্কোতে।

প্রবল শীতের মধ্যে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে প্রায় দুই হাজারের মতো শরণার্থী ইউরোপে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এদের অধিকাংশই ইরাক থেকে আসা বলে জানা গেছে। পোল্যান্ডের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী শত শত মানুষকে পোল্যান্ড সীমান্ত হয়ে ঢুকতে উৎসাহিত করে উস্কানি যোগাচ্ছে বেলারুশ। তবে অভিযোগ প্রত্যাখান করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কো। দেশটিতে ইইউ’র আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতেই সীমান্তে শরণার্থী পাঠাচ্ছে, এও অস্বীকার করেন তিনি। 

ওই এলাকা রুশ এবং বেলারুশের নেতা মিলে অস্থিরতা তৈরি চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আরও বলেন, সীমান্ত যুদ্ধাবস্থ। তাপমাত্রা নেমে যাওয়ায় মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে’। এদিকে পোল্যান্ড  তার সীমান্তে অতিরক্তি সেনা মোতায়েন করেছে।

ভিডিও-তে দেখা গেছে, হাজারো শরণার্থী বেলারুশের সীমান্ত দিয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছে। তাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে বেলারুশের সেনা। শরণার্থীদের হাতে ফেন্স কাটার। পুলিশের সঙ্গে লড়াই করার অস্ত্রও আছে তাদের হাতে। সে সবও বেলারুশ তাদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ। সোমবার এই শরণার্থীদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ হয় পোল্যান্ডের সীমান্তরক্ষীদের। কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। পোল্যান্ড জানিয়েছে, বেশ কয়েক জায়গায় সীমান্ত বেষ্টনীর ক্ষতি হয়েছে।

সূত্র : বিবিসি, ডিডব্লিউ

/এলকে/
সম্পর্কিত
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
গাজায় পোলিশ ত্রাণকর্মী নিহত, ক্ষমা চেয়েছে ইসরায়েল: পোল্যান্ড
গাজায় ত্রাণকর্মী নিহত: ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে পোল্যান্ড
সর্বশেষ খবর
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ