X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইলন মাস্কের প্রস্তাব গ্রহণ করছে টুইটার!

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ২০:২৯আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২০:২৯

টুইটার কিনে নেওয়ার ব্যাপারে বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক যে প্রস্তাব দিয়েছেন সেটি ইতিবাচকভাবে নিতে পারে টুইটার কর্তৃপক্ষ। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চার হাজার ৩০০ কোটি ডলারের ওই অধিগ্রহণ প্রস্তাব হয়তো গ্রহণ করতে যাচ্ছে টুইটারের পরিচালনা পর্ষদ।

বিষয়টি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে টুইটার ও মাস্কের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনও উত্তর মেলেনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারই সাধারণ শেয়ার মালিকদের তাদের শেয়ার বিক্রির পরামর্শ দেওয়ার ঘোষণা দিতে পারেন টুইটারের পরিচালকরা। সেক্ষেত্রে তাদের ৫৪ ডলার ২০ সেন্ট দরে শেয়ার বিক্রির পরামর্শ দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত ঘোষণার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।  কারণ শেষ মুহুর্তেও মালিকানা বদলের এই সমঝোতা ভেস্তে যেতে পারে।

এদিকে সম্ভাব্য এই সমঝোতার খবরে সোমবার দিনের শুরুতেই নিউ ইয়র্কের শেয়ার বাজারে টুইটারের শেয়ারের দাম বাড়তে শুরু করে। ৪ দশমিক ৫ শতাংশ দর বেড়ে শেয়ার দাম দাঁড়ায় ৫১ ডলার ১৫ সেন্ট।

ইলন মাস্ক গত বৃহস্পতিবার টুইটার কেনার ব্যাপারে তার বিশদ পরিকল্পনা তুলে ধরেন। পরে টুইটারের ১১ সদস্যের পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে ইলন মাস্কের আলোচনার উদ্যোগ নেয় বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত উভয় পক্ষের আলোচনা বা সমঝোতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে এ মাসের গোড়ার দিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনেন ইলন মাস্ক। তখন মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তার শেয়ার কেনার খবরে তখন এক ধাক্কায় টুইটারের শেয়ারের দাম ২৬ শতাংশের মতো বেড়ে যায়। পরে পুরো প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, টুইটারের জনপ্রিয় ব্যবহারকারীদের একজন ইলন মাস্ক। প্ল্যাটফর্মটিতে তিনি বেশ অ্যাকটিভ। প্রায়ই বিভিন্ন টুইট করেন। এমনকি নিজেই রিপ্লাই দেন, মেসেজে কথা বলেন সাধারণ টুইটার ব্যবহারকারীদের সঙ্গে।

/এমপি/
সম্পর্কিত
ইরানের ওপর আসতে পারে আরও নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫