X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উত্তর-পূর্ব ইউক্রেন থেকে আরও রুশ সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬

দখলকৃত ইউক্রেনের খারকিভ থেকে সোমবার আরও সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। এর ফলে দখলকৃত বিশাল ভূখণ্ড থেকে নিজেদের সেনা প্রত্যাহার করলো রাশিয়া এবং ইউক্রেনের সেনারা সেখানে প্রবেশ করেছে। পাল্টা আক্রমণের এমন সফলতার পর ইউক্রেন সরকার মস্কোর দখলকৃত সব ভূখণ্ড মুক্ত করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এখবর জানিয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ বলছে, ইউক্রেনীয় সেনাদের চাপে রুশ দখলদাররা এত তাড়াহুড়ো করে পালিয়েছে যে তারা পুরো অস্ত্র গুদাম ফেলে রেখে গেছে। আমরা জানি তাদের সঙ্গে কী করতে হবে। শত্রুদের বিরুদ্ধে তাদের যথাযথভাবে কাজে লাগানো হবে।

সেপ্টেম্বর থেকে পাল্টা আক্রমণ শুরুর পর হতে এখন পর্যন্ত খারকিভে রাশিয়ার দখলকৃত ৬ হাজার বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। ফেব্রুয়ারিতে আক্রমণ করার পর ইউক্রেনে এটিই রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য পিছু হটার ঘটনা। আক্রমণের পর রাশিয়া যে পরিমাণ ভূখণ্ড দখল করেছিল ইতোমধ্যে ইউক্রেন সেগুলোর দশভাগের একভাগ মুক্ত করে ফেলেছে।

ইউক্রেনের দ্রুত সাফল্য মস্কো বেশ বেকায়দায় পড়েছে। রাশিয়ায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্ররাও সমালোচনায় মুখ খুলেছেন। সমালোচনা হচ্ছে যেভাবে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে তা নিয়েও।

সোমবার ইউক্রেন কয়েকটি ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে দেখা গেছে, ইউক্রেনীয় সেনারা ইজিউমে একটি গুদামে রাশিয়ার ফেলে রেখে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ পরীক্ষা করছে। এই শহরটি খারকিভের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। কয়েক মাস ধরে রুশ সেনাদের গ্যারিসন হিসেবে শহরটিকে ব্যবহার করা হচ্ছিল।

এর আগে সোমবার সকালে ইউক্রেন দাবি করেছিল, শুধু রবিবার তাদের সেনাবাহিনী রুশ দখলকৃত ৩০টি বসতি মুক্ত করেছে। এর ফলে রুশ সেনাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। খারকিভ অঞ্চল থেকে সমরাস্ত্র রেখে রুশ সেনারা পালাচ্ছে বলে খবর পাওয়ার দাবি করেছে তারা।

ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্কভিত্তিক ডনিপ্রো-১ ব্যাটালিয়নের সার্জেন্ট আর্থার শেভস্তভ বলেছেন, তাদের ব্যাটালিয়নের ষষ্ঠ ও সপ্তম ইউনিট ইজিউম ও বালাক্লিয়া মুক্ত করার অভিযানে অংশ নিয়েছে। ভূমি পুনরুদ্ধারে অংশ নেওয়া সেনারা জানিয়েছেন রুশরা বিপুল পরিমাণ ও অস্ত্র গোলাবারুদ রেখে যা বহন করতে পেরেছে তা নিয়ে পালিয়েছে।

ফোনে তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আমরা আমাদের অগ্রগতির সুবিধা নিচ্ছি। খারকিভ অঞ্চল মুক্ত করার পর আমাদের নেতারা কী সিদ্ধান্ত নেবেন তা আমি জানি না। কিন্তু আমরা চাই রাশিয়াকে যতদূর সম্ভব তাড়িয়ে দিতে।

তিনি আরও বলেন, সবাই উচ্ছ্বসিত। আমরা এক মাস ধরে এই আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলাম। এখন এর ফল আমরা পাচ্ছি।

সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভে বেসামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হাজারো মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছেন। তিনি বলেন, খারকিভ অঞ্চলে রুশ সেনাদের পরাজয়ের এভাবেই প্রতিক্রিয়া দেখাচ্ছে রাশিয়া।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা