X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গাজায় পোলিশ ত্রাণকর্মী নিহত, ক্ষমা চেয়েছে ইসরায়েল: পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৪, ২০:১৫আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২০:১৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় পোলিশ ত্রাণকর্মী নিহতের ঘটনায় ক্ষমা চেয়েছে ইসরায়েল। শুক্রবার (৫ এপ্রিল) পোল্যান্ড জানিয়েছে, দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই ক্ষমা চান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ সংস্থার গাড়ির বহরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে সাত ত্রাণকর্মী নিহত হয়েছেন। নিহতদের একজন ড্যামিয়ান সোবোল পোলিশ নাগরিক।

পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেজ সেজনা এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমি রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদের একটি নোট হস্তান্তর করেছি। রাষ্ট্রদূত এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এমন নজির সভ্য বিশ্বের ইতিহাসে নেই।

তার ব্রিফিংয়ের চলাকালেই ইসরায়েল ঘোষণা দিয়েছে, ওই হামলায় ঘটনায় তদন্ত কমিটি সেনাবাহিনীর গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। এর ফলে দুই কর্মকর্তাদের বরখাস্ত ও সিনিয়র কমান্ডারদের আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে।

সেজনা বলেছেন, শৃঙ্খলামূলক শাস্তি যথেষ্ট হবে না। রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন যে, ইসরায়েলের শীর্ষ আদালত একটি ফৌজদারি তদন্ত পরিচালনা করবে। পোল্যান্ড চায় দেশটির প্রসিকিউটররা সেই তদন্তে অংশ নেয়।

পোলিশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ঘটনায় ফৌজদারি আইনের অধীনে নিহতদের দেশের তত্ত্বাবধানে একটি তদন্ত হওয়া উচিত। ঘটনাটিতে হত্যার বৈশিষ্ট্য রয়েছে। সোবলের পরিবারকেও ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া উচিত।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ইসরায়েলের কাছ থেকে যে তথ্য পেয়েছি তা সন্তোষজনক নয়। তবে আমরা এই বৈঠকটিকে অবস্থানের পরিবর্তন হিসেবে দেখছি।

ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়াকভ লিভনে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট পোল্যান্ডে ক্ষোভের মুখে পড়েছেন। তিনি লিখেছিলেন, পোল্যান্ডের উগ্র ডান ও বামপন্থিরা ইসরায়েলকে আন্তর্জাতিক হত্যার জন্য অভিযুক্ত করছে। ইহুদিবিদ্বেষ সবসময় ইহুদিবিদ্বেষ হিসেবে থাকবে।

পোলিশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সেজনা বলেছেন, লিভনেকে বহিষ্কার করা হবে না।

/এএ/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন