X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন পুতিনের, চান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ২৩:২৫আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২৩:২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে। এ জন্য আরও আলোচনা প্রয়োজন। বৃহস্পতিবার (১৩ মার্চ) ক্রেমলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রুশ সেনা পাঠানোর পর থেকে এই যুদ্ধ চলছে। এটি শীতল যুদ্ধের পর রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের জন্ম দিয়েছে। পুতিন বলেছেন, আমরা যুদ্ধবিরতির প্রস্তাবের সঙ্গে একমত। তবে এই বিরতি এমন হতে হবে, যা দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করবে এবং সংঘাতের মূল কারণগুলো দূর করবে।

২০২৪ সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে। তারা ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা দখল করে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। গত বুধবার হোয়াইট হাউজে ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন রাশিয়া যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেবে। ইউক্রেন ইতোমধ্যে এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। 

পুতিন ট্রাম্পের এই প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই ধারণাটি সঠিক এবং আমরা অবশ্যই এটিকে সমর্থন করি। তবে কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন। আমরা মনে করি, আমাদের আমেরিকান সহকর্মীদের সঙ্গেও কথা বলতে হবে।

পুতিন আরও বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে এই ইস্যুতে আলোচনা করতে পারেন। 

বুধবার পুতিন পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন। সেখানে তিনি সবুজ ক্যামোফ্লাজ ইউনিফর্ম পরিধান করেন। রুশ বাহিনী সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে, যার ফলে ইউক্রেনের সেখানে অবস্থান দুর্বল হয়ে পড়েছে। পুতিনের এই সফর রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শনের একটি বার্তা বলে মনে করা হচ্ছে। 

পুতিনের এই বক্তব্য যুদ্ধবিরতির সম্ভাবনা উজ্জ্বল করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয়। ইউক্রেন সংকটের মূল কারণগুলো সমাধান করতে হবে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা, ন্যাটোর সম্প্রসারণ এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্ক পুনর্গঠন। 

ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আগ্রহী। তবে তার প্রস্তাবের কিছু শর্ত ইউক্রেনের জন্য কঠিন। যেমন, ইউক্রেনের খনিজসম্পদের অর্ধেক যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া এবং রাশিয়াকে দখলকৃত ভূমির অধিকার ছেড়ে দেওয়া। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন ট্রাম্পের প্রস্তাবের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তবে তিনি নিরাপত্তা নিশ্চয়তা চাইছেন। 

/এএ/
সম্পর্কিত
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
সর্বশেষ খবর
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের ভবিষ্যৎ কী?
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের ভবিষ্যৎ কী?
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ