X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কারিগরি সহযোগিতা দেবে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১৪:১১আপডেট : ১১ জুন ২০১৮, ১৬:২৩
image

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক শক্তি সংক্রান্ত যন্ত্রপাতি, প্রযুক্তি ও জ্বালানি সরবরাহের সুযোগ পাবে ভারত। আন্তর্জাতিক বাজারে পরমাণু বিদ্যুৎ সরঞ্জাম বিক্রির জন্য ‘নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের’ (এনএসজি) সদস্য হতে হয়। ভারতের এনএসজি সদস্যপদ নেই। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ-রাশিয়া ও ভারতের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারত ওইসব সরঞ্জাম সরবরাহের সুযোগ পাবে। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানিও নিশ্চিত করেছেন, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ভারতের কারিগরি সহযোগিতা দেবে। এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নিয়ে ভারতের গভীর আগ্রহ রয়েছে। ওই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুত ভারতে পাঠানোর কোনও সিদ্ধান্ত না থাকলেও, অন্যদিক দিয়ে প্রকল্পটি  ভারতের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে।





রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কারিগরি সহযোগিতা দেবে ভারত

রূপপুরের পারমাণবিক চুল্লি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ-ভারত-রাশিয়া ত্রিপক্ষীয় চুক্তি হয়ে গেছে। সেই সূত্রে ভারত পারমাণবিক শক্তিসংক্রান্ত জিনিসপত্রের বিক্রেতা হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পেতে পারে। বাংলাদেশ যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে, ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সেই বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক চুল্লি কেনা হচ্ছে রাশিয়ার কাছ থেকে। ভারতের তামিলনাড়ুর কুদানকুলামে চালু থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেটিতে ব্যবহৃত প্রযুক্তিটির সঙ্গে রাশিয়ার চুল্লিটির প্রযুক্তিগত মিল অনেক। তাই বাংলাদেশ ও ভারত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক সঙ্গে কাজ করছে। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার জন্য নির্ধারিত প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারতে সহযোগিতায়। সব কিছু ঠিকঠাক চললে ভারত আশা করে, তারা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে উপকরণ সরবরাহের সুযোগ পাবে। বাংলাদেশের পারমাণবিক চুল্লিটি ২০২৩ সালে চালু হওয়ার কথা।

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এম আনোয়ার হোসেন এনডিটিভিকে বলেছেন, ‘আমার রাশিয়া ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছি। এর আগে আমরা ভারত সরকারের সঙ্গে চুক্তি করেছি। ভারত ভিভিইআর প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন ধরে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করছে। তাদের এ বিষয়ে অনেক অভিজ্ঞতা। বাংলাদেশ যেহেতু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে নবীন, সেহেতু আমরা তাদের সেই অভিজ্ঞতা থেকে শিখতে চাই।’ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ ভারতে বিদ্যুৎ রফতানি করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন বাংলাদেশের সেরকম কোনও পরিকল্পনা নেই এখন পর্যন্ত, ‘বাংলাদেশের নিজের চাহিদাই অনেক বেশি।’ এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘ ভারত, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে তৃপক্ষীয় চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ভারত আমাদের কারিগরি সহায়তা দেবে। ভারতের কাছে বিদ্যুৎ বিক্রি করার কোনও আগ্রহ আমাদের নেই। আমাদের প্রচুর বিদ্যুৎ দরকার।’


/এসএনএস/এএমএ/বিএ/
সম্পর্কিত
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?