X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে সাবেক সহযোগী শুভেন্দুই মমতার প্রতিপক্ষ

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২১, ২০:২৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৮:২২
image

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে তারই সাবেক সহযোগী শুভেন্দু অধিকারীকে প্রার্থী নির্বাচিত করেছে বিজেপি। শনিবার (৬ মার্চ) এ প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি।

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান সৈনিক ছিলেন শুভেন্দু। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ছায়াসঙ্গী ছিলেন। শুভেন্দুকে রাজ্যের মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন মমতা। রাজ্যের পরিবহন মন্ত্রী করেছিলেন শুভেন্দুকে। তবে পরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধের কারণেই শুভেন্দু দলের প্রধানের বিরাগভাজন হয়ে পড়েন। ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। গেরুয়া শিবিরের যোগদান করার পর থেকেই অভিষেকের দিকে একের পর এক আক্রমণ করতে শুরু করেন শুভেন্দু।

নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে এ শুভেন্দুই লড়াইয়ে নামতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো। শনিবার সে গুঞ্জন সত্যি করে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এদিন দলটি তাদের প্রার্থী হিসেবে শুভেন্দুসহ ৫৭ জনের নাম ঘোষণা করে। আর একদিন আগে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর শুভেন্দু অধিকারীর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী সংবাদমাধ্যমের কাছে দাবি করেন তার ছেলেই বিপুল ভোটে জিতবে। এই কথা পুত্র স্নেহে বলছেন না বলে দাবি করে তিনি বলেন, শুভেন্দু অধিকারীকে বাংলার ভবিষ্যৎ বলে আভাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

এদিকে নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম বিজেপির ঘোষণা করার পরেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, শুভেন্দু অধিকারী ওই কেন্দ্র থেকে অন্তত লাখো ভোটে হারবেন।


/এফইউ/বিএ/
সম্পর্কিত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস