X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

টিকা তৈরির কারখানা চেয়ে মোদিকে ফের চিঠি মমতার

বিদেশ ডেস্ক
১২ মে ২০২১, ২০:৩৪আপডেট : ১২ মে ২০২১, ২০:৩৪

করোনাভাইরাসের টিকা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সঙ্গে একটি প্রস্তাবও জুড়ে দিয়েছেন তিনি। মমতা লিখেছেন, ‌‘টিকার বিপুল চাহিদা মেটাতে বিদেশি সংস্থাগুলোকে দিয়ে টিকা উৎপাদন করানো যেতে পারে। দেশে তাদের শাখা খোলার ব্যবস্থাও করা যেতে পারে। কেন্দ্র যদি চায়, তবে টিকা তৈরির কারখানার জন্য এই সংস্থাগুলোকে জমিও দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার।’

বুধবার মোদিকে লেখা ওই চিঠিতে বিদেশ থেকে টিকা আমদানির প্রস্তাবও দিয়েছেন মমতা। তার পরামর্শ, ‘টিকাকরণই যখন সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় তখন টিকার জন্য এবার বিদেশি সংস্থাগুলোর শরণাপন্ন হোক কেন্দ্রীয় সরকার।’

মমতার ভাষায়, ‌দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে আমরা এখন যাচাই করে নিতে পারি বিদেশের কোন সংস্থার তৈরি টিকা ভারতে সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি কার্যকর। তা দেখে, বিচার বিবেচনা করে দ্রুত টিকা আমদানি করা যেতে পারে।

মোদিকে তিনি লিখেছেন, ‘আমার পরামর্শ, আর বেশি দেরি না করে এবার আমদানিতে জোর দেওয়া উচিত কেন্দ্রের। কারণ এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, তাতে আমদানিই সবচেয়ে বেশি জরুরি।’

এমনকি দেশে ওইসব বিদেশি সংস্থার শাখা বা ফ্র্যাঞ্চাইজি খোলার ব্যবস্থা করা যেতে পারে বলেও জানিয়েছেন মমতা। প্রধানমন্ত্রীকে লিখেছেন, সেক্ষেত্রে কেন্দ্র যদি চায়, তবে টিকা তৈরির কারখানার জন্য রাজ্য জমি দিতেও পশ্চিমবঙ্গ রাজি আছে। একই প্রস্তাব ভারতীয় টিকা উৎপাদনকারী সংস্থাগুলোকেও দিয়েছেন মমতা।

ভ্যাকসিনের চাহিদার অনুপাতে জোগান যে যথেষ্ট নয়, তা আগেও বলেছেন মমতা। বুধবারের চিঠিতেও লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট যে, দেশে ভ্যাকসিনের উৎপাদন চাহিদার অনুপাতে যথেষ্ট নয়। পশ্চিমবঙ্গের ১০ কোটি এবং দেশের ১৪০ কোটি মানুষকে দেওয়ার জন্য যে পরিমাণ টিকার জোগান দরকার, এ পর্যন্ত তার অতি সামান্যই পূরণ করা গেছে।’

/এমপি/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ