X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভারতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ১২

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২১, ১৬:৫৭আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৬:৫৭

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে দলবেঁধে ধর্ষণ মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার এক টুইটে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্ত জানিয়েছেন, পাঁচ সপ্তাহের মধ্যেই দ্রুত তদন্ত কাজ শেষ করা গেছে। মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত ২১ মে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক ২২ বছরের তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। মানবপাচারকারী চক্রের শিকার হয়ে ভারতে যাওয়া ওই বাংলাদেশি তরুণীর নির্যাতনের লোমহর্ষক ঘটনা সম্প্রতি ভাইরাল হয়। ঘটনাটি প্রচার হওয়ার পর নির্যাতনের শিকার তরুণীর বাবা ঢাকার হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এরই পরই অপরাধীদের গ্রেফতারে শুরু হয় অভিযান।

এ ঘটনায় বেঙ্গালুরুতেও তদন্ত চালিয়ে যাচ্ছিল নিরাপত্তা বাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত ১২ জনকে গ্রেফতারের পাশাপাশি তদন্ত কাজও শেষ করার কথা জানায় ভারতীয় পুলিশ। বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত জানান, এই ঘটনার তদন্ত দলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি'। ঘটনা সুষ্ঠুভাবে তুলে আনায় দলটিকে বাংলাদেশি টাকায় ১ লাখ ১৩ হাজার ৫৮৩ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

উলেখ্য, কুষ্টিয়ায় মোবাইল অ্যাপ টিকটক ব্যবহারকারীদের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে তরুণীকে নিয়ে যাওয়া হয়েছিল সাতক্ষীরায়। সীমান্ত এলাকায় টিকটকের ভিডিও করার কথা বলে কৌশলে ভারতে নিয়ে প্রথমে তাকে ধর্ষণ করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কর্ণাটকের বেঙ্গালুরু শহরে। সেখানে বিভিন্ন হোটেল ও ম্যাসেজ পার্লারে নারী পাচার সিন্ডিকেটের সদস্যরা তাকে অনৈতিক কাজ করতে বাধ্য করে। রাজধানী ঢাকা থেকে প্রেমের অভিনয় ও চাকরির প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে নিয়ে গিয়েছিল টিকটক হৃদয়। প্রায় আড়াই মাস পর ভারত থেকে পালিয়ে এসে পাচার হওয়ার বিস্তারিত উল্লেখ করে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন ওই তরুণী।

/এলকে/
সম্পর্কিত
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই