প্রবল বর্ষণে থমকে গেছে ভারতের তামিলনাডুর শহর চেন্নাইয়ের জনজীবন। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ পথঘাট। নিচু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। ২০১৫ সালের পর এবারই ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চেন্নাইয়ে।
সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, চেন্নাই শহরের বিভিন্ন জায়গা বৃষ্টির পানিতে প্লাবিত। এতে যান চলাচলে চরম বাধা সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন লোকজন।
রবিবার শহরের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। বড় ধরণের দুর্ঘটনা এড়াতেই এমন পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়কে উপড়ে পড়া গাছ ও পানিতে তলিয়ে থাকা গাড়ি দেখা গেছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে।
খারাপ আবহাওয়ার কারণে চেন্নাই ও রাজ্যের তিন জেলায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভ্রমণেও সতর্কতা জারি রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানান, চেন্নাই এবং ১১ জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টিপাত নিয়মিত ঘটছে।