X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কলকাতার দুর্গাপূজা পেলো ইউনেস্কোর হেরিটেজ সম্মান

কলকাতা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২১, ২১:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২১:২৪

পশ্চিমবঙ্গের প্রধান ও প্রাণের উৎসব এবার আন্তর্জাতিক অঙ্গনে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিচারে কলকাতার দুর্গাপূজাকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর সম্মান দেওয়া হলো। বুধবার ইউনেস্কোর তরফে টুইট করে জানানো হয়েছে, প্যারিসে ইউনেস্কোর বিশেষ কমিটির অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৩ ডিসেম্বর থেকে ফ্র্যান্সের প্যারিসে এই অধিবেশন শুরু হয়েছে। এই সংস্থাটি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে। এর আগে বিশ্বজুড়ে সাংস্কৃতিক ঐতিহ্যের হিসেবে বিশ্বের মোট পাঁচটি দেশ ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, বলিভিয়ার উৎসবকে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। এবার সেই তালিকায় উঠে এলো ভারতের পশ্চিমবঙ্গের নাম।

অধিবেশনের দ্বিতীয় দিনে কলকাতার দুর্গাপূজাকে এই বিরল সম্মানে ভূষিত করা হয়। সংগঠনটি তাদের ওয়েবসাইটে ঘোষণাটি প্রকাশ করে বলেছে, ‘ধর্ম ও শিল্পকলার মেলবন্ধনের একটি প্রকৃত উদাহরণ পশ্চিমবঙ্গের দুর্গোৎসব।’

জানা গেছে, ২০১৯ দুর্গোৎসবকে আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি দিতে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কলকাতার আদি বাসিন্দা সার্বন রায়চৌধুরীর পরিবা সহ উত্তর কলকাতার প্রাচীনতম দুর্গাৎসব কমিটিরগুলোর আবেদনসহ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে রাজ্য সরকারের চিঠি পাঠানো হয়েছিল ইউনেস্কোর কাছে। সেই আবেদন মূল্যায়ন করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাদের বিচারেই ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ সম্মান পেলো কলকাতার দুর্গাপুজো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতোমধ্যে কলকাতার দুর্গাপূজা বিশ্বের পর্যটন উৎসবের মানচিত্রে স্থান করে নিয়েছে। কলকাতার পূজা কমিটিগুলোকে অর্থ সাহায্যের পাশাপাশি থিমপুজোগুলির উৎকর্ষ বৃদ্ধির জন্য প্রতিবছর রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হয়। শ্রেষ্ঠ দুর্গোৎসবগুলোকে নিয়ে রেড রোডে কার্নিভাল করা হয়। যার ফলশ্রুতি এই সম্মান তা বলার অপেক্ষা রাখে না।

/এএ/
সম্পর্কিত
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়