X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বীরভূমে তৃণমূলের উপপ্রধান খুন, বাড়িতে আগুন, নিহত ১০

রক্তিম দাশ, কলকাতা
২২ মার্চ ২০২২, ১৫:৫৯আপডেট : ২২ মার্চ ২০২২, ১৫:৫৯

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট। সোমবার রাতে বীরভূমের রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামে। অভিযোগ, এই ঘটনার পর সোমবার রাতভর তাণ্ডব চলে বগটুইয়ে।

গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতভর চলে বোমাবাজি। মঙ্গলবার দমকলের তরফে জানানো হয়, এই ঘটনায় এখনও অবধি ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এরমধ্যে সোমবার রাতেই তিনটি মরদেহ উদ্ধার হয়। বাকি সাতটি উদ্ধার হয় মঙ্গলবার।

তবে পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এখনও পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার তদন্তে ডিআইজি-সিআইডির নেতৃত্বে দল যাচ্ছে রামপুরহাটে। গঠন করা হচ্ছে তদন্ত কমিটিও।

সোমবার রাতে রামপুরহাটে জাতীয় সড়কের পাশ থেকে উপপ্রধান ভাদু শেখকে বোমা ছুঁড়ে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এরপরই ভাদু শেখের অনুগামীরা ওই এলাকায় অগ্নিসংযোগ করেন। বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সেই গ্রাম থেকে সাতজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতেই গ্রামে যান দমকলের আধিকারিকরা। দমকলেরই এক আধিকারিক জানান, সোমবার রাতে তিনজনের এবং মঙ্গলবার সকালে সাতজনের মরদেহ উদ্ধার হয়। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। রামপুরহাট পুলিশ ঘটনার তদন্ত করছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রে খবর, বগটুই গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটা রেষারেষির সম্পর্ক রয়েছে। একাধিকবার এই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। গ্রাম্য বিবাদ নাকি রাজনৈতিক দলাদলির জেরে এই ঘটনা সবটাই এখনও তদন্তসাপেক্ষ। তবে ইতোমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে তৃণমূলের উপপ্রধানের মৃত্যুর পর থেকেই এলাকায় পুলিশ ছিল। তারপরও কীভাবে এমন ঘটনা ঘটল তা তদন্তসাপেক্ষ।

এই ঘটনায় বিজেপির দাবি, রামপুরহাট হত্যাকান্ডের জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নস্যাৎ হয়েছে। বিধানসভায় মঙ্গলবার বিষয়টির উত্থাপন করেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি রামপুরহাট ইস্যুতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন। কিন্তু স্পিকার তাতে কোনওভাবেই কর্ণপাত করছিলেন না। এই ঘটনা নিয়ে শঙ্কর ঘোষ বিধানসভায় মুলতবি প্রস্তাব দাবি করেন। কিন্তু সেটিও শুনতে দেখা যায়নি স্পিকারকে। এরপরই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার সামনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তাদের বক্তব্য, সাম্প্রতিককালে বাংলার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ‘গণহত্যা’র ঘটনা। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় মুখ্যমন্ত্রীর তরফে কোনও বিবৃতি আসেনি। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকেও কেন কোনও বিবৃতি আসেনি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়করা। এই ধরনের ঘটনাই প্রমাণ করছে, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কতটা হয়েছে।

বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার কথায়, ‘জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ যে সুরক্ষিত নন, তা আরও একবার প্রমাণ হয়ে গিয়েছে বীরভূমের রামপুরহাটের এই ঘটনায়। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। পুরুলিয়া-ঝালদার খুন, তারপর উপপ্রধানকে খুন, তারই প্রতিবাদে ওয়াক আউট। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশমন্ত্রীর পদত্যাগ করতে হবে।’

/জেজে/
সম্পর্কিত
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া