X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিকল বাংলাদেশগামী জাহাজ নিয়ে সমস্যায় কলকাতা বন্দর

রক্তিম দাশ, কলকাতা
২৯ এপ্রিল ২০২২, ২২:২৫আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২৩:০৯

এক মাস পেরিয়ে গেলেও কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে বিকল বাংলাদেশগামী জাহাজ এমভি মেরিন ট্রাস্ট-১ মেরামতের কোনও উদ্যোগ নিচ্ছে না জাহাজটির মালিক।‌ জাহাজটি ৫ নম্বর বার্থ আটকে রাখায় বন্দর কর্তৃপক্ষের প্রতিদিন ৪০ লাখ রুপি ক্ষতি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি জাহাজটির ১৫ জন নাবিকের মেরিন ক্লাবে থাকা খাওয়ার দায়িত্ব পালন করছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ মার্চ এম.ভি.মেরিন ট্রাস্ট-০১ নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর বার্থ থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, জাহাজটির কর্মীরা অপরিকল্পিতভাবে পণ্য বোঝাই করার ফলে দুর্ঘটনা ঘটে।

কন্টেইনারসহ জাহাজের একাংশ পানিতে ডুবে যাওয়ার ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে মেরিন বিভাগের একাংশের। এই অবস্থায় খিদিরপুর ডকের ৫ নাম্বার বার্থের বড় অংশ জুড়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পানির একটা বড় অংশ ঘিরে দেওয়া হয়েছে অয়েল স্পিল বুম ব্যারিয়ার দিয়ে ৷ ডুবে থাকা ভেসেলের চারিদিকে নজর রাখা হচ্ছে যাতে কোনও ভাবেই রাসায়নিক ছড়িয়ে না পড়ে। এ ছাড়া বার্থে রাখা হয়েছে পাম্প, তেল বা রাসায়নিক শুষে নেওয়ার প্যাড। যদি কোনোভাবে দেখা যায় জাহাজ থেকে রাসায়নিক ছড়িয়ে পড়ছে তাহলে সঙ্গে সঙ্গে এগুলোকে কাজে লাগানো হবে। এ ছাড়া সমীক্ষা চালানো ও রেসকিউ অপারেশনের জন্যে বিশেষ দল রাখা হয়েছে।

বাংলাদেশের এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে ফেরার কথা ছিল। কিন্তু যে জাহাজটি নেতাজি সুভাষ ডক থেকে যাত্রা করার পরিকল্পনা করেছিল, তা হঠাৎ ১৫ মিনিটের মধ্যে কেন ডুবে গেলো, তার তদন্ত চলছে।

বন্দর সূত্রে জানা গেছে, ১৮টি ২০ ফুট কন্টেইনার সরাসরি পানিতে চলে গেছে এবং ১০টি ৪০ ফুট কন্টেইনার পানির উপরিভাগে ভাসছে, যা দড়ি দিয়ে বেঁধে সুরক্ষিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পণ্যবাহী জাহাজের  ক্ষয়ক্ষতি কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রী বা পণ্য টার্মিনাল অপারেটর, স্যালভেজ অপারেটর এবং বিমা কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করা  হচ্ছে।

ইতোমধ্যে কন্টেইনারের অবস্থান জানতে ডুবুরি নামিয়ে দেখা হয়েছে। ডুবে যাওয়া জাহাজটি আপাতত ঘেরাটোপে বন্দি। জাহাজের নাবিকসহ বেশ কয়েকজন কর্মীর সঙ্গে বন্দর কর্তৃপক্ষ কথা বলেছে। বন্দর কর্তৃপক্ষের চিন্তা বাড়িয়েছে স্রোতের টানে কন্টেইনার যেন অন্য কোনও দিকে ভেসে না যায়। তাহলে বাকি জাহাজ চলাচলে সমস্যা তৈরি হবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!