X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এবার নুপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২২, ১৭:৪৯আপডেট : ০২ জুলাই ২০২২, ১৮:০২

মহানবী (সা.)-কে নিয়ে অপমানজনক মন্তব্যের ঘটনায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। তাকে একাধিকবার তলব করার পরও হাজিরা না দেওয়ায় এ নোটিশ জারি করা হলো। 

মহানবী (সা.-কে) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নুপুর শর্মার বিরুদ্ধে কলকাতার নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করেন এক ব্যক্তি। এরই প্রেক্ষিতে গত (২০ জুন) নুপুরকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে চার সপ্তাহ সময় চান নুপুর শর্মা। 

এক ইমেইল পাঠিয়ে তিনি জানান, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত, চার সপ্তাহ সময় দেওয়া হোক। পরে আবারও সমন পাঠানো হয় তাকে। কিন্তু এবারও তিনি বিষয়টি এড়িয়ে যান। একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে। সেই হাজিরাও দেননি তিনি।

যখন কোনও অভিযুক্ত ব্যক্তি নিরুদ্দেশ হয়ে যান এবং তার অনুপস্থিতিতে তদন্ত বা বিচার ব্যবস্থার কাজ ব্যাহত হতে পারে, সেই অভিযুক্ত দেশের সীমানার ভেতরে বা বাইরে আত্মগোপন করে থাকতে পারেন বলে মনে করা হয়। তখনই সরকারিভাবে জারি করা হয় লুক আউট নোটিশ। ওই ব্যক্তি যেনও দেশ ছেড়ে যেতে না পারে তা নিশ্চিত করতে একটি এলওসি জারি করা হয়। 

উল্লেখ্য, গত মে মাসের শুরুতে একটি টেলিভিশন বিতর্কে নুপুর শর্মার অপমানজনক মন্তব্য ভারত ও বেশ কয়েকটি উপসাগরীয় মুসলিম দেশে ক্ষোভের জন্ম দেয়। বেশ কয়েকটি আরব দেশ ভারতীয় কূটনীতিককে তলব করে কঠোর তিরস্কার জানায়।  

বিজেপির বহিষ্কৃত নারী মুখপাত্র নুপুর শর্মাকে দায়ী করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জে.বি. পারদিওয়ালার সুপ্রিম কোর্টের বেঞ্চ মৌখিক পর্যালোচনায় বলেছে, তার উচিত পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস।

/এলকে/
সম্পর্কিত
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…