X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির ভারতের অখণ্ড অংশ: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ০৫:৫৮আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৫:৫৮

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরকে ভারতের অখণ্ড অংশ বলে দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার ২৩তম কারগিল বিজয় দিবস উপলক্ষে জম্মুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। তিনি বলেন, ‘এটা কিভাবে সম্ভব হতে পারে যে, বাবা অমরনাথ ভারতে আর মা শারদা শক্তি নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ওপারে’।

শারদা নামে পরিচিত হিন্দু দেবি স্বরস্বতী। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে শারদা পিঠ নামে একটি স্বরস্বতী মন্দিরের ভগ্নাংশ রয়েছে। সেদিকে ইঙ্গিত করে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘পার্লামেন্টে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। পাকিস্তা নিয়ন্ত্রিত কাশ্মির, কাশ্মির ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে। এটা কিভাবে হতে পারে শিব রুপের বাবা অমরনাথ আমাদের সঙ্গে আর মা শারদা শক্তি এলওসি এর ওপারে’।

রাজনাথ সিং দাবি করেন ১৯৬২ সালের তুলনায় আজকের ভারত বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ। ওই সময়ে পন্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় লাদাখের কিছু অংশ দখল করে নেয় চীন। সেদিকে ইঙ্গিত করে রাজনাথ বলেন, ‘১৯৬২ সালে চীন আমাদের লাদাখের এলাকা দখল করে, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত নেহরু। তার উদ্দেশ্য নিয়ে আমি প্রশ্ন করবো না। উদ্দেশ্য ভালো হতে পারে কিন্তু নীতিতে তা বাস্তবায়িত হয়নি। যাইহোক, আজকের ভারত বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ’।

জম্মুতে দায়িত্ব পালনের সময়ে প্রাণ হারানো নিরাপত্তা কর্মীদের পরিবারের সঙ্গেও কথা বলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘দেশের সেবায় যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদের স্মরণ করবো। আমাদের সেনাবাহিনী সবসময়ই দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। ১৯৯৯ সালের যুদ্ধে আমাদের বেশ কিছু সাহসী সেনা প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি নত মস্তকে শ্রদ্ধা’।

উল্লেখ্য, ১৯৯৯ সালে পাকিস্তানি অনুপ্রবেশের অভিযোগে কারগিলে যুদ্ধ শুরু করে ভারত ও পাকিস্তান। ওই বছরের ৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থায়ী হয় এই যুদ্ধে। পাকিস্তান পিছু হটার পর যুদ্ধে বিজয় দাবি করে ভারত। তখন থেকে ২৬ জুলাই কারগিল বিজয় দিবস হিসেবে পালন করে আসছে ভারত।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
সর্বশেষ খবর
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ