X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এটি যুদ্ধের যুগ নয়, পুতিনকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ২২:০১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আজকের যুগ কোনও যুদ্ধের যুগ নয়। মনোযোগ দেওয়া উচিত খাদ্য, সার ও নিরাপত্তা উদ্বেগের প্রতি, যেগুলো বিশ্বকে জর্জরিত করছে। শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে দ্বিপক্ষীয় পার্শ্ববৈঠকে পুতিনকে এসব কথা বলেছেন মোদি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যখন প্রায় আট মাসের দিকে গড়াচ্ছে তখন নরেন্দ্র মোদি পুতিনকে এসব কথা বললেন। সম্প্রতি রাশিয়ার দখলকৃত ভূখণ্ড মুক্ত করতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এই আক্রমণের মুখে গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করেছে রাশিয়া।

উজবেকিস্তানের সামারখন্দে দ্বিপক্ষীয় পার্শ্ববৈঠকে পুতিনকে মোদি বলেছেন, এখন যুদ্ধের যুগ নয়। বিভিন্ন ইস্যুতে আপনার (পুতিন) সঙ্গে ফোনে কথা বলেছি। আজ আমরা মুখোমুখি কথা বলার সুযোগ পাচ্ছি কীভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি। বেশ কয়েক দশক ধরে ভারত-রাশিয়া একসঙ্গে রয়েছে।

রুশ প্রেসিডেন্টকে মোদি আরও বলেছেন, ভারত-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন ইস্যুতে আমরা একাধিকবার ফোনে কথা বলেছি। খাদ্য, জ্বালানি নিরাপত্তা ও সার সংকট সমাধানের উপায় আমাদের বের করতে হবে। ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য আমি রাশিয়া ও ইউক্রেনকে ধন্যবাদ জানাই।

নরেন্দ্র মোদিকে জন্মদিনের (মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর) শুভেচ্ছা জানিয়ে পুতিন বলেছেন, ভারতের উদ্বেগ সম্পর্কে তিনি অবগত এবং পরিস্থিতি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীকে অবহিত রাখবেন।

পুতিন বলেন, আমার প্রিয় বন্ধু, কাল আপনি আপনার জন্মদিন পালন করবেন। ইউক্রেন সংঘাতে আপনার অবস্থান সম্পর্কে আমি অবগত। আপনার উদ্বেগ সম্পর্কেও আমি অবগত আছি। আমরা সবাই চাই শিগগিরই এর অবসান হোক। কিন্তু ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। সেখানে কী ঘটছে তা সম্পর্কে আপনাকে আমরা অবহিত করবো।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ফোনে কথা বলেছেন পুতিন ও মোদি। শান্তি ও সংলাপের পথে অগ্রসর হওয়ার জন্য পুতিনকে এর আগে বলেছেন মোদি। তবে ভারত বিশ্ব পর্যায়ে সংঘাতে কোনও পক্ষ নেওয়া থেকে বিরত থেকেছে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে দীর্ঘ ও পুরনো সম্পর্কের খাতিরে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন