X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দলবদলকারীদের পঞ্চায়েতে প্রার্থী করবে না বিজেপি

রক্তিম দাশ, কলকাতা
১৭ অক্টোবর ২০২২, ১৬:৪৪আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৬:৪৪

উনিশের লোকসভা আর একুশের বিধানসভার মতো ফের জেলায় জেলায় সক্রিয় হয়েছে দলবদলুরা। পঞ্চায়েত ভোট টিকিটের লোভে তৃণমূল ছেড়ে প্রতিদিনই দলবদলুরা ভিড়ছেন গেরুয়া শিবিরে। আর তাতেই প্রমাদ গুনছে বঙ্গ বিজেপি। একুশের অভিজ্ঞতাকে মাথায় রেখে শাহ-নাড্ডারা পাঠিয়েছেন কড়া বার্তা, ‘পচা আলুদের’ দলে ভেড়ানো যাবে না!

বিজেপির দুই দিনব্যাপী ব্যাপক সাংগঠনিক বৈঠকের প্রথম দিনেই বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে বঙ্গ বিজেপি নেতৃত্বকে আগাম সর্তক করেছেন বলে সূত্রের খবর। মঙ্গল পান্ডে স্পষ্ট বলে দিয়েছেন, ‘যারা বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই যেন দলে যোগদান করানো হয়।’

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মতো খুশি নন দলের একাংশ। বিশেষত আদি বিজেপির নেতা-কর্মীদের বক্তব্য, ফের যেভাবে জেলায় যোগদান চলছে এটা তৃণমূলের চাল হতে পারে। কারণ শিক্ষায় নিয়োগ দুর্নীতির ইস্যুতে বর্তমানে রাজনীতির ময়দানে বেশ কোণঠাসা শাসকদল তৃণমূল। গ্রামে এর প্রভাব ভালোই পড়ছে। কারণ এই ইস্যুতে শহরের তুলনায় গ্রামে বঞ্চিত চাকরিপ্রার্থীর সংখ্যা অনেক বেশি।

গুঞ্জন উঠেছে, গরু পাচার ও পঞ্চায়েত দুর্নীতিতে স্থানীয় তৃণমূল নেতারা গণপিটুনিও খেয়েছেন অনেক জায়গায়। তাই মানুষের ক্ষোভের হাত থেকে বাঁচতে তারা আপাতত গেরুয়া বসন পড়বেন। পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করার পর ফের মুকুল রায়দের মতে তৃণমূলে যোগ দিতে পারে দলবদলুরা। যখন বঙ্গ বিজেপি স্লোগান তুলেছে, ‘তৃণমূলের সবাই চোর’; তখন কেন তাদের দলে ভেড়ানো হবে তা নিয়েও প্রশ্ন উঠছে।

তৃণমূলের অভিসন্ধি নিয়ে সর্তক রয়েছে বিজেপি। এমনটা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘তৃণমূলের কোনও নেতা মন্ত্রীকে দলে নেওয়ার আমাদের কোনও আগ্রহ নেই। স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন কর্মী সমর্থকদের জন্য দরজা খোলা। আমরা পঁচা আলু নেব না। তবে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের সিংহভাগই কর্মী সমর্থক। নেতাদের মধ্যে যদি ভালো আলু পাওয়া যায়। যাদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। এ রকম কেউ যদি বিজেপিতে আসতে চায় তাহলে বিবেচনার মাধ্যমেই দলে নেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক