X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সেতু ধস, মোদির সফর ঘিরে ‘ফটোশুটের প্রস্তুতির’ সমালোচনায় বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২২, ১২:৩৭আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১২:৪০

গুজরাটের মৌরবিতে ঐতিহাসিক ঝুলন্ত সেতু ধসে ১৪১ জন নিহত হওয়ার পর মঙ্গলবার অঞ্চলটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এর আগেই তার সফর ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেসের দাবি, মোদির সফরকে কেন্দ্র করে স্থানীয় হাসপাতালে রঙ করানো হচ্ছে। এক প্রতিবেদনে এ খরব জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘তাদের লজ্জা করে না! এতো মানুষ মারা গেছে এবং তারা একটি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।’

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সোমবারই মৌরবি যাবেন মোদি। তবে প্রধানমন্ত্রী ‘কর্তব্যের পথ’ বেছে নিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দেন। ২৯শ’ কোটি রুপির রেল প্রকল্প উদ্বোধন করেন। সকালে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে স্ট্যাচু অব ইউনিটিতেও যান। সেখানে তার বক্তৃতায় উঠে এসেছিল মৌরবির মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি। তবে এরইমধ্যে এবার বিরোধীরা তোপ দাগতে শুরু করলো মোদিকে।

শুধু কংগ্রেস নয়, হাসপাতাল রঙ করার ভিডিও প্রকাশ করে বিজেপিকে তোপ দাগে আম আদমি পার্টিও। টুইটারে দেওয়া পোস্টে তারা লিখেছে, ‘মৌরবি সিভিল হাসপাতাল রাতারাতি রঙ করা হচ্ছে। যাতে প্রধানমন্ত্রী মোদির ফটোশুটের সময় ভবনের খারাপ অবস্থা প্রকাশ না পায়। ১৪১ জন মারা গেছে, শতাধিক নিখোঁজ। এই আবহে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু ফটোশুট করে বিজেপিকে পুরো ঘটনা ধামাচাপা দিতে হবে।’

হিন্দুস্তান টাইমসের খবরে অবশ্য বলা হয়েছে, তাদের পক্ষে আম আদমি পার্টি এবং কংগ্রেসের পোস্ট করা ছবি এবং ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে গুজরাটের মৌরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার রাতে। নরেন্দ্র মোদির নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, রাজ্যের ডিজিপি আশিস কুমার ও মুখ্যসচিব পঙ্কজ ভাটিয়া। গান্ধীনগরের রাজভবনে এই বৈঠক বসেছিল। পরিস্থিতি পর্যালোচনা করা হয় সেখানে। উদ্ধারকাজ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয় মোদির কাছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার নির্দেশ দেন নরেন্দ্র মোদি।

/এমপি/
সম্পর্কিত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়