X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ধর্ষণের পর ৫৮ বছরের নারীকে হত্যা করলো ১৬ বছরের কিশোর

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০০

ভারতের মধ্য প্রদেশের রেবা জেলায় ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে ৫৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগের উঠেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ জানুয়ারি রাতে হনুমান পুলিশ থানাধীন কৈলাশপুরি গ্রামে এই ঘটনা ঘটেছে। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিবেক লাল বলেছেন, ১ ফেব্রুয়ারি পুলিশ জানতে পারে একটি নির্মাণাধীন ভবনে ৫৮ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তি ওই নারীকে নৃশংসভাবে হত্যা করেছে। তথ্য দাতাদের কাছ থেকে খবর ও তদন্তের ভিত্তিতে পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করেছে।

বিবেক লাল বলেছেন, ওই নারীর পরিবার ছেলেটিকে সন্দেহ করছিলেন। দুই বছর আগে তাদের বাড়িতে নিয়মিত টেলিভিশন দেখতে আসত সে। ওই সময় ছেলেটির বিরুদ্ধে পরিবারটি একটি মোবাইল ফোন চুরির অভিযোগ তুলেছিল। এতে দুই পরিবারের মধ্যে শত্রুতা শুরু হয়।

এএসপি বলছেন, ছেলেটি প্রতিশোধ নিতে চেয়েছিল। কারণ চুরির অভিযোগে গ্রামে তাকে লজ্জার মুখে পড়তে হয়েছিল। ৩০ জানুয়ারি রাতে নিহতের ছেলে ও স্বামী বাড়িতে ছিলেন না। তখন ছেলেটি বাড়িতে ঢুকে। ঘুমন্ত নারীর মুখে কাপড় গুজে দেয় যাতে তিনি চিৎকার করতে না পারেন। পরে তার মাথা পলিথিন দিয়ে ঢেকে দেয়। সেখান থেকে টেনেহিঁচেড়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে একটি দরজার সঙ্গে বেঁধে ওই নারীকে একাধিকবার ধর্ষণ ও আঘাতের অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায়ে ওই নারী শ্বাসরুদ্ধ হয়ে নিথর হয়ে যান।

তিনি আরও বলেছেন, সে নিহতের মাথায়, হাতে, গলায় ও বুকে কাস্তে দিয়ে কুপিয়েছে। পরে ছেলেটি ওই নারীর বাড়ি থেকে নগদ ১ হাজার রুপি ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

বিবেক লাল বলেন, আটকের পর ছেলেটি জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাকে কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব ধারার মধ্যে রয়েছে, হত্যা, ধর্ষণ, রাতে বাড়িতে অনুপ্রবেশ, চুরি।

 

/এএ/
সম্পর্কিত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ