X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

ধর্ষণের পর ৫৮ বছরের নারীকে হত্যা করলো ১৬ বছরের কিশোর

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০০

ভারতের মধ্য প্রদেশের রেবা জেলায় ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে ৫৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগের উঠেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ জানুয়ারি রাতে হনুমান পুলিশ থানাধীন কৈলাশপুরি গ্রামে এই ঘটনা ঘটেছে। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিবেক লাল বলেছেন, ১ ফেব্রুয়ারি পুলিশ জানতে পারে একটি নির্মাণাধীন ভবনে ৫৮ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তি ওই নারীকে নৃশংসভাবে হত্যা করেছে। তথ্য দাতাদের কাছ থেকে খবর ও তদন্তের ভিত্তিতে পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করেছে।

বিবেক লাল বলেছেন, ওই নারীর পরিবার ছেলেটিকে সন্দেহ করছিলেন। দুই বছর আগে তাদের বাড়িতে নিয়মিত টেলিভিশন দেখতে আসত সে। ওই সময় ছেলেটির বিরুদ্ধে পরিবারটি একটি মোবাইল ফোন চুরির অভিযোগ তুলেছিল। এতে দুই পরিবারের মধ্যে শত্রুতা শুরু হয়।

এএসপি বলছেন, ছেলেটি প্রতিশোধ নিতে চেয়েছিল। কারণ চুরির অভিযোগে গ্রামে তাকে লজ্জার মুখে পড়তে হয়েছিল। ৩০ জানুয়ারি রাতে নিহতের ছেলে ও স্বামী বাড়িতে ছিলেন না। তখন ছেলেটি বাড়িতে ঢুকে। ঘুমন্ত নারীর মুখে কাপড় গুজে দেয় যাতে তিনি চিৎকার করতে না পারেন। পরে তার মাথা পলিথিন দিয়ে ঢেকে দেয়। সেখান থেকে টেনেহিঁচেড়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে একটি দরজার সঙ্গে বেঁধে ওই নারীকে একাধিকবার ধর্ষণ ও আঘাতের অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায়ে ওই নারী শ্বাসরুদ্ধ হয়ে নিথর হয়ে যান।

তিনি আরও বলেছেন, সে নিহতের মাথায়, হাতে, গলায় ও বুকে কাস্তে দিয়ে কুপিয়েছে। পরে ছেলেটি ওই নারীর বাড়ি থেকে নগদ ১ হাজার রুপি ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

বিবেক লাল বলেন, আটকের পর ছেলেটি জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাকে কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব ধারার মধ্যে রয়েছে, হত্যা, ধর্ষণ, রাতে বাড়িতে অনুপ্রবেশ, চুরি।

 

/এএ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান