বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের কাঁকসার মীরে পাড়া থেকে এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার (২২ জুন) ঘটনাকে ঘিরে কাঁকসার মিরে পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এসটিএফ সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম মুহম্মদ হাবিবুল্লা শেখ।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেল নাগাদ তার বাড়িতে হানা দেয় এসটিএফের একটি দল। জানা গেছে, তার বাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করেছে এসটিএফ। এরপরই তাকে আটক করে কাঁকসা থানায় নেওয়া হয়। টানা জিজ্ঞাসাবাদের পর তাকে কারাগারে নেয় পুলিশ।
জানা গেছে, তিনি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, গত ২০২৩ সালের আগস্ট মাসে পানাগড়ে সেনা জওয়ানের বাড়িতে আন্তর্জাতিক নারী পাচার চক্রের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় এক বাংলাদেশি নাবালিকা। পানাগড় এলাকায় বিমান ও স্থলসেনার দুইটি সেনা ছাউনি রয়েছে। তারপরও ওই এলাকা থেকে জঙ্গি উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।