X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের সেই এনএসও গ্রুপকে নিষিদ্ধ তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ২২:১০আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২২:১১

বহুল আলোচিত ইসরায়েলি হ্যাকিং টুল বিক্রেতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তেল আবিব-ভিত্তিক আরেক নজরদারি প্রতিষ্ঠান ক্যান্ডিরুকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার এই প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এই দুই প্রতিষ্ঠান বিদেশি সরকারগুলোর কাছে স্পাইওয়্যার বিক্রি করে থাকে। এগুলো ব্যবহার করে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও অন্যদের গুপ্তচরবৃত্তির লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এর মধ্য দিয়ে বিদেশি সরকারগুলো ভিন্নমতকে স্তব্ধ করতে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নিষিদ্ধ তালিকায় রাশিয়ার পজিটিভ টেকনোলজিস এবং সিঙ্গাপুরের কম্পিউটার সিকিউরিটি ইনিশিয়েটিভ কনসালটেন্সি পিটিই লিমিটেডের নামও যুক্ত করা হয়েছে।

ওয়াশিংটন বলছে, নিষিদ্ধ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো এসব সব সরঞ্জাম পাচার করে আসছিল যেগুলো ব্যবহার করে অনুমতি ছাড়াই কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে পড়া যায়।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ইসরায়েলের এনএসও গ্রুপ। এই প্রতিষ্ঠানটির তৈরি একটি স্পাইওয়্যার কিনে তা দিয়ে বিভিন্ন দেশে সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, অধিকার কর্মী এবং আরও অনেকের ওপর গোপন নজরদারিতে ব্যবহারের অভিযোগ রয়েছে। বিশ্বের ১৭টি প্রথম সারির মিডিয়া, সাংবাদিকতা বিষয়ক প্যারিস-ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ‘ফরবিডেন স্টোরিজ’ এবং মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে আসে এ সংক্রান্ত নানা তথ্য। গত জুলাইয়ে প্রকাশিত ওই প্রতিবেদন দুনিয়াজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিবিসি-খবরে বলা হয়েছে, বিশ্বের প্রায় যে প্রায় ৫০টি দেশে ৫০ হাজারেরও বেশি মোবাইল ফোনে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও-র তৈরি পেগাসাস নামের সফটওয়্যারটি ঢুকিয়ে নজরদারি চালানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিষিদ্ধ তালিকাভুক্ত হওয়ার ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে এনএসও-এর একজন মুখপাত্রের বক্তব্য চাওয়া হয়েছিল। তবে তার কাছ থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। আরেক ইসরায়েলি প্রতিষ্ঠান ক্যান্ডিরু-সহ বাকি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে