লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এক জানাজার সময়ে গোলাগুলির ঘটনায় তিন জন নিহত হয়েছে। রবিবার এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, নিহতরা তাদের সদস্য। দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত এক হামাস সদস্যের জানাজায় অংশ নিচ্ছিলেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানিয়েছেন, গত শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে এক বিস্ফোরণে নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ সদস্যরা। তিনি জানান, এই গুলিতে আরও ছয় জন আহত হয়েছে।
২০০৭ সালে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত এক নির্বাচনে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট হামাসের কাছে পরাজিত হয়। এরপরই হামাস ও ফাতাহ পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে।
শরণার্থী শিবিরের এক বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, মরদেহ বহনকারী মিছিলটি শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করে ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়। তিনি আরও জানান কে কার দিকে গুলি চালিয়েছে ভিড়ের মধ্যে তা বোঝা যায়নি।
আরেক বাসিন্দা বলেন, গুলি শুরু হলে মানুষ পালানো শুরু করে।