X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইরান ইস্যুতে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১৫:১৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৫:১৬

ইরান ইস্যুতে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের আসন্ন ইসরায়েল সফরে এ নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার হোয়াইট হাউজে এক নিয়মিত ব্রিফিংয়ে জ্যাক সুলিভান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক অস্ত্রের হুমকি নিয়ে ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মিলিত হবেন জ্যাক সুলিভান। তবে তার আসন্ন এ সফরসূচি এখন চূড়ান্ত করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ইসরায়েলের বিরোধিতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যাক সুলিভান বলেন, আপাতত এ নিয়ে কিছু বলতে চান না তিনি। তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে তেহরানের ড্রোন সরবরাহ এবং ইরানে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধের ওপর জোর দেন তিনি।

জ্যাক সুলিভান বলেন, ‘ইরান থেকে উদ্ভূত হুমকির বিষয়ে ইসরায়েলের সঙ্গে নতুন সরকারের সঙ্গে আমাদের গভীরভাবে আলোচনার সুযোগ রয়েছে। কেননা, আমি মনে করি আমাদের মৌলিক উদ্দেশ্য একই। গত দুই বছরের মতো সামনের দিনগুলোতেও কৌশলগত কোনও মতপার্থক্য থাকলে সেটি অবসানের চেষ্টা করবো আমরা।’

ইসরায়েল বরাবরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে ইরানের পারমাণবিক সমঝোতার ঘোর বিরোধী। তেল আবিব মনে করে, তেহরানের পারমাণবিক অস্ত্রের বিকাশ থামাতে এই চুক্তি যথেষ্ট নয়।

ইরানকে থামাতে বরং দেশটির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী তেল আবিব।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একযোগে কাজ করার সময় এসেছে। ইরান ইস্যুতে এখন আমাদের ঐকমত্য এখন আগের যে কোনও সময়ের তুলনায় আরও বেশি।’

/এটি/এমপি/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!