X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চিৎকার ও কাঁপুনি, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তুরস্কের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫

ভোর ৪টা ১৭ মিনিট। দক্ষিণাঞ্চলীয় তুরস্কের গাজিয়ানতেপে নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন আরদেম। তুরস্কের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে ঘুমের মধ্যেই কেঁপে ওঠেন তিনি।

তার কথায়, ৪০ বছরের জীবনে এমন কিছু আগের কখনও অনুভব করিনি আমি। অন্তত তিন বার আমরা খুব জোরে জোরে কেঁপেছি, মনে হচ্ছিল আমরা দোলনায় থাকা শিশু।

ভূমিকম্প শুরু হওয়ার মানুষ নিজেদের বাড়ি ছেড়ে গাড়িতে আশ্রয় নিতে শুরু করেন। আরদেম বলেন, আমার মনে হয় গাজিয়ানতেপে এই মুহূর্তে কোনও মানুষই নিজেদের বাড়িতে নেই।

আরদেমের বাড়ি থেকে ১৩০ কিলোমিটারের বেশি পশ্চিমা আদানায় নিলুফের আসলান ভেবেছিলেন ভূমিকম্পে যখন তাদের পঞ্চম তলার অ্যাপার্টমেন্ট কেঁপে ওঠে তিনি ও তার পরিবার মারা যাচ্ছেন। বলেন, জীবনে এমন কিছু কখনও দেখিনি। আমরা এক মিনিটের মতো দুলেছি। আমি পরিবারের সদস্যদের বলি, এটি একটি ভূমিকম্প। চলো, অন্তত এক জায়গায় একসঙ্গে মরি। ওই সময় আমার মাথায় এটাই ঘুরছিল।

যখন কম্পন থেমে যায় আসলান বাড়ির বাইরে চলে আসেন। বলেন, আমি সঙ্গে কিছুই নিতে পারিনি। শুধু জুতো পরে বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে এসে দেখি আমাদের আশেপাশের চারটি ভবন ধসে পড়েছে।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

৩০০ কিলোমিটার পূর্বে দিয়ারবাকিরে মানুষ উদ্ধারকর্মীদের সহযোগিতা করার জন্য রাস্তায় নামেন। ৩০ বছর বয়সী এক ব্যক্তি বলেন, চারদিকে সবাই চিৎকার করছিল। আমি হাত দিয়ে পাথর সরাতে শুরু করি। বন্ধুদের নিয়ে আমরা আহত কয়েকজনকে বের করেছি। কিন্তু চিৎকার থামছিল না। এরপর উদ্ধারকর্মীরা  পৌঁছায়।

মুহিত্তিন ওরাকসি বলেছেন, তার পরিবারের সাত সদস্য ধ্বংসস্তূপে চাপা পড়েছেন। আমার বোন ও তার তিন সন্তান এখানে। রয়েছেন তার স্বামী, তার শ্বশুড় ও শাশুড়ি।

সিরিয়ায় আলেপ্পোতে বিপুল সংখ্যক ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের এপিসেন্টার থেকে প্রায় দুই ঘণ্টার গাড়ির পথ আলেপ্পো। সেখানকার স্বাস্থ্য প্রধান জিয়াদ হাজে তাহা বলেছেন, ভূমিকম্পের পর ঢেউয়ের মতো আসছেন আহতরা।

তুরস্কের মালাতিয়ার ২৫ বছর বয়সী বাসিন্দা ওজগুল কনাকসি বলেছেন, আফটারশক ও হিম শীতল আবহাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এখন খুব শীত ও তুষার পড়ছে। সবাই রাস্তায়, করণীয় নিয়ে মানুষ বিভ্রান্ত। আমাদের চোখের সামনেই আফটারশকে একটি জানালা বিস্ফোরিত হলো।

জিএমটি সময় ১০টা ২৪ মিনিটে দ্বিতীয় আরেকটি ভূমিকম্প হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম অ্যা হাবের-এর এক ক্যামেরা অপারেটরকে মালাতিয়াতে একটি ধসে পড়া ভবন থেকে দৌড়াতে দেখা গেছে। এ সময় পেছনে চিৎকার শোনা গেছে।  

লাইভে থাকা ইউকসেল আকালান নামের ওই রিপোর্টার বলেন, আমরা যখন উদ্ধার ও অনুসন্ধানের জন্য ধ্বংসস্তূপের দিকে ভিডিও ধারণ করতে যাচ্ছিলাম তখন বিকট শব্দে টানা দুটি আশটারশক হয়েছে। আমার বাম পাশে যে ভবন দেখছেন তা ধূলোয় মিশে গেছে। অনেক ধুলা। স্থানীয় এক বাসিন্দা বের হয়েছে ধূলোয় ঢাকা অবস্থায়। এক মা নিজের সন্তানকে দূরে নিয়ে যাচ্ছেন। সূত্র: বিবিসি

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়