X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১
ইসরায়েলে বিক্ষোভ

মোসাদের সমর্থন অস্বীকার নেতানিয়াহু সরকারের

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ০৯:২৮আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৯:৩৫

বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলজুড়ে চলমান সহিংস বিক্ষোভে গোয়েন্দা সংস্থা মোসাদের সমর্থনের বিষয়টি প্রত্যাখ্যান করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। বিক্ষোভে জনসাধারণের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিজ কর্মীদের যোগ দিতে উৎসাহ দিয়েছিল মোসাদ। সম্প্রতি পেন্টাগনের ফাঁস হওয়া নথি নিয়ে শনিবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।

ইসরায়েলের বিচার ব্যবস্থার একটি প্রস্তাবিত সংশোধনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে মোসাদের একাংশের কর্মকর্তাদের সমর্থন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কয়েক মাস ধরে নেতানিয়াহুর সরকারের প্রস্তাবিত সংস্কারের বিরুদ্ধে দেশজুড়ে তুমুল বিক্ষোভ চলেছ। এতে বিভিন্ন পেশা-শ্রেণির মানুষের সমর্থন রয়েছে। দিনে দিনে এই বিক্ষোভে সহিংসতা বাড়ছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

তবে পেন্টাগনের ফাঁস হওয়া নথিতে যে দাবি করা হয়েছে সত্য কিনা তা অস্পষ্ট। এ প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় রবিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে দাবি করেছে, ‘প্রতিবেদনটি অসত্য এবং ভিত্তিহীন’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মোসাদ ও সংস্থাটির শীর্ষপর্যায়ের কর্মকর্তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, রাজনৈতিক বিক্ষোভ বা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতে উৎসাহ দেয়নি, আগামীতেও দেবে না।

মার্কিন বিচার বিভাগ গত শুক্রবার জানায়, প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করছে এবং নথিপত্র ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

নেতানিয়াহুর বিতর্কিত পরিকল্পনায় কী আছে?

এই সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া আইনপ্রণেতাদের কেউ দায়িত্ব পালনের জন্য অযোগ্য হলে, তাকে অপসারণ করা আদালতের জন্য আগের চাইতে কঠিন করার প্রস্তাব করা হয়েছে।

বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে। তারা মনে করে এ বিধানটি ক্ষমতাসীন নেতানিয়াহুর স্বার্থ বিবেচনায় অন্তর্ভূক্ত করা হয়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস