X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ: আবার মিসর ও ইসরায়েল সফরে ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৪, ১৬:৩৬আপডেট : ১০ জুন ২০২৪, ১৬:৩৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আবারও মিসর ও ইসরায়েল সফর করবেন। গাজায় চলমান সংঘাতে একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েল ও হামাসের ওপর চাপ প্রয়োগ করতে সোমবার (১০ জুন) তিনি এই সফর করবেন। তার সফরের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো লেবাননে যুদ্ধের সম্প্রসারণ ঠেকানো। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর একাধিকবার ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ শুরুর পর এই অঞ্চলে এটি তার অষ্টম সফর। চলতি সপ্তাহে জর্ডান ও কাতার সফরের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিকের।

সোমবার কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন। এরপর তিনি ইসরায়েল সফর করবেন। সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠক করবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সূচিতে উল্লেখ করা হয়েছে।

৩১ মে মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা প্রস্তাবের পর এই সফরে আসছেন ব্লিঙ্কেন। বাইডেনের পরিকল্পনায় তিন ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজায় স্থায়ীভাবে সংঘাত বন্ধের লক্ষ্য, ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি এবং গাজার পুনর্গঠন।

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগের ঘোষণার পর ইসরায়েল সফর করবেন ব্লিঙ্কেন। গান্তজ রবিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার পদত্যাগে নেতানিয়াহুর জোট সরকারের জন্য কোনও হুমকি নয়। তবে এতে করে নেতানিয়াহুকে আরও বেশি কট্টরপন্থিদের ওপর নির্ভর করতে হবে। অতীতের ইসরায়েল সফরে গান্তজের সঙ্গে বৈঠক করেছিলেন ব্লিঙ্কেন।

শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, সফরে অংশীদারদের সঙ্গে যুদ্ধবিরতি একটি সমঝোতায় পৌঁছানো এবং সব জিম্মির মুক্তি নিশ্চিত করতে আলোচনা করবেন।  

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ
চীন-থাইল্যান্ড সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানালেন সি
মার্কিন সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করলো মেক্সিকো
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: জাতীয় নাগরিক কমিটি
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: জাতীয় নাগরিক কমিটি
স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে বাধা, বসে পড়লেন শিক্ষার্থীরা
স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে বাধা, বসে পড়লেন শিক্ষার্থীরা
প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর শক্তভাবে প্রতিহত করবে সরকার
প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর শক্তভাবে প্রতিহত করবে সরকার
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
সর্বাধিক পঠিত
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
ধরুন, শিশুটি আপনার সন্তান
ধরুন, শিশুটি আপনার সন্তান