X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পুতিনের পররাষ্ট্রনীতির সঙ্গে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির মিল পাচ্ছে রাশিয়া

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৬, ১১:২৫আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১১:২৭
image

ট্রাম্প সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতিজনিত দৃষ্টিভঙ্গির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতির মিল রয়েছে বলে মনে করে রাশিয়া। আর সেকারণে ধীরে ধীরে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কন্নোয়নের আশা করছে দেশটি। নিউ ইয়র্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
পেসকভ বলেন, তিনি ট্রাম্প ও পুতিনের পররাষ্ট্র নীতির মধ্যে অবিশ্বাস্যরকমের মিল দেখতে পেয়েছেন। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে একটি অর্থপূর্ণ আলোচনা শুরুর ক্ষেত্রে এটি ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।
একটি দাবা টুর্নামেন্টে যোগ দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পেসকভ। তিনি বলেন, গত মাসে রাশিয়ার দক্ষিণাঞ্চলে পুতিন যে ধরনের ভাষণ দিয়েছিলেন তার সঙ্গে ট্রাম্পের বিজয় ভাষণের কিছু অংশের মধ্যে অনেক মিল রয়েছে। দুইজনই বলেছেন, তারা তাদের দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেবেন কিন্তু অন্য দেশগুলোর সঙ্গে বন্ধন সুদৃঢ় করতে প্রস্তুত রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদে দেখা যায় পেসকভ বলছেন, ‘মূল পররাষ্ট্র নীতিমালার দিক দিয়ে তাদের দুজনের ধারনা একই এবং তা অবিশ্বাস্যরকমের। আর তা সম্ভবত আলোচনা শুরু করার ক্ষেত্রে আমাদের আশা জোরালো করার ভিত্তি।’  উল্লেখ্য, মঙ্গলবার জয় নিশ্চিত হওয়ার পর পরই টেলিগ্রাম করে ট্রাম্পকে অভিনন্দিত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন পুতিন। নির্বাচনে রাশিয়া ট্রাম্পকে জোরালোভাবে সমর্থন দিচ্ছে বলে এতেদিন অভিযোগ করে আসছিল হিলারি শিবির। সের্গেই মারকভ নামে ক্রেমলিনপন্থী এক রাজনীতি বিশ্লেষক গার্ডিয়ানকে বলেন, ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কোন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখন রাজি হতে পারে। তবে নির্বাচনে রাশিয়ার প্রভাব থাকার কথা নাকচ করে দিয়েছেন এ বিশ্লেষক। তিনি বলেন,‘আমরা হয়তো উইকিলিকসকে সামান্য সহযোগিতা করে থাকতে পারি’।

সম্পর্কিত
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
সর্বশেষ খবর
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের