X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রুশবিরোধী মার্কিন পরিকল্পনায় সতর্ক প্রতিক্রিয়া ইইউ’র

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ১৯:৩৩আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২১:৩৩

রুশবিরোধী মার্কিন পরিকল্পনায় সতর্ক প্রতিক্রিয়া ইইউ’র রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন অবরোধ আরোপের পরিকল্পনায় সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। কারণ, এ অবরোধ কার্যকরে হলে তাতে কেবল রাশিয়াই ক্ষতিগ্রস্ত হবে না; বরং ইউরোপের জ্বালানি প্রতিষ্ঠানগুলোও এতে ক্ষতিগ্রস্ত হবে।

এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লড জাঙ্কার। তিনি বলেন, রুশবিরোধী অবরোধের ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি নিরাপত্তার ওপর এর অনিচ্ছাকৃত একতরফা প্রভাবের বিষয়ে সতর্ক থাকতে হবে।

মার্কিন প্রতিনিধি পরিষদ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞার আওয়াজ উঠার পরই  এমন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এলো। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ওই রুশবিরোধী নিষেধাজ্ঞার বিপক্ষে।

বিলটির পক্ষে থাকা পার্লামেন্টারিয়ানরা বলছেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে শাস্তি পেতে হবে।

প্রস্তাবিত বিলে রুশ পাইপলাইনের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে এসব প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। তবে বাস্তবে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের রাশিয়ার সঙ্গে জ্বালানি স্বার্থ রয়েছে। এসব দেশের বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালানি খাতে রাশিয়ার সঙ্গে কাজ করে থাকে।

মনে করা হচ্ছে প্রস্তাবিত এ বিল যদি শেষ পর্যন্ত পাস হয়; তাহলে তা রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের ট্রাম্পের প্রচেষ্টাকে কঠিন করে তুলবে।

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাইলে আইনপ্রণেতাদের অনুমোদন লাগবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন হাউসে নিষেধাজ্ঞার প্রস্তাবটি অনুমোদন পেলেও কত দ্রুত তা হোয়াইট হাউসে ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প এই প্রস্তাবে স্বাক্ষর করতে পারেন আবার ভেটো ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। অবশ্য এখনও নিষেধাজ্ঞার প্রস্তাবটি মার্কিন সিনেটে পাস হতে হবে। এমনিতেই স্বাস্থ্যসেবা বিল নিয়ে রিপাবলিকানরা বেশ নাজুক পরিস্থিতিতে রয়েছেন। তারা চাইছেন, গ্রীষ্মের ছুটির আগেই স্বাস্থ্যসেবা বিলটি পাস করিয়ে নিতে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নিষেধাজ্ঞার বিলটিতে স্বাক্ষর করা বা প্রত্যাখ্যানের বিষয়ে সিদ্ধান্ত নেননি। এ নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদিত হলে রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে ট্রাম্পের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। আবার ট্রাম্প যদি ভেটো ক্ষমতা প্রয়োগ করেন তাহলে তা আইনপ্রণেতারা খারিজ করেও দিতে পারেন।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, প্রেসিডেন্ট উত্তর কোরিয়া, ইরান ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে। বিলটি হোয়াইট হাউসের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে। চূড়ান্ত বিল প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এমপি/

 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট