X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সংকট নিয়ে ইউনূস-ম্যাক্রোঁর সংক্ষিপ্ত আলোচনা

জুলফিকার রাসেল, নিউ ইয়র্ক থেকে
২০ সেপ্টেম্বর ২০১৭, ০৫:১০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৩৮

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (ছবি- নাসিরুল ইসলাম)

রোহিঙ্গা সংকট নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সম্মেলন স্থলের বাইরে দাঁড়িয়ে তারা কথা বলেন।

ড. ইউনূস পরে বাংলা ট্রিবিউনকে জানান, ফরাসি প্রেসিডেন্ট নিজেই তার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তিনটি বিষয় নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে।

ম্যাক্রোঁর সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বাংলা ট্রিবিউনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস। রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতে মিয়ানমারকে চাপ দিতে তিনি ফরাসি প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, বিষয়টি নজরে রেখেছেন তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে চিঠি লিখছেন নোবেল বিজয়ী ও বিশিষ্ট ব্যক্তিরা। নিরাপত্তা পরিষদের সভাপতি ও সদস্য রাষ্ট্রগুলোর কাছে লেখা চিঠিতে ভয়াবহ মানবিক সংকটের প্রসঙ্গ উল্লেখ করে সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করছেন। চিঠিতে নিরীহ বেসামরিকদের ওপর নির্বিচার সামরিক আক্রমণ স্থায়ীভাবে বন্ধ এবং আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারকে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

মুহাম্মদ ইউনূস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, পাশেই রয়েছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল (ছবি- নাসিরুল ইসলাম)

মুহাম্মদ ইউনূস বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আরেক বাঙালি নোবেল বিজয়ী অমর্ত্য সেন, হাফিংটন পোস্ট সম্পাদক আরিয়ানা হাফিংটনসহ আরও বেশ ক'জন নোবেল বিজয়ী ও বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন ওই চিঠিতে। তিনি বলেন, 'এতে স্বাক্ষর করার জন্য আমরা সুনির্দিষ্ট ডেটলাইন দিয়েছিলাম। পরবর্তী বৈঠকের আগেই এটি পাঠানো হবে নিরাপত্তা পরিষদে।’

আসছে নভেম্বরের ৬ ও ৭ তারিখে প্যারিসে বিশ্ব সামাজিক ব্যবসা সম্মেলন। সে সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা দেওয়ার জন্য ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানিয়েছেন ইউনূস। ম্যাক্রোঁ সম্মেলনে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন সামাজিক ব্যবসা ধারণার জনক ইউনূস।

অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেতে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সুইজারল্যান্ডের ল্যুইজিয়ানা সফরে গিয়েছিলেন ড. ইউনূস। ২০২৪ সালের অলিম্পকের জন্য আয়োজক দেশ হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রান্স। ড. ইউনূস জানিয়েছেন, সফরসঙ্গী হিসেবে তাকে অভিনন্দন জানিয়েছেন ম্যাক্রোঁ।

 

/বিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!