X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য আরও ২৬২ কোটি টাকা সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০১
image

রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর গঠিত তহবিলে আরও ৩২ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৬২ কোটি ৩২ লাখ টাকা। বৃহস্পতিবার অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

রোহিঙ্গাদের জন্য আরও ২৬২ কোটি টাকা সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের জন্য ট্রাম্প প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি এমন সমালোচনার পর এই বাড়তি সহায়তার ঘোষণা আসলো। এই নিয়ে মোট ৯৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার ঘোষণা আসলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যার পরিমাণ ৭৭৮ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা। এই টাকা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, ইউনিসেফ ও জাতিসংঘের মানবাধিকার কমিশনের তহবিলে যুক্ত হবে।

২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ এই অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে।

এর আগে বুধবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দৃঢ় ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।  

যুক্তরাষ্ট্রে জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী সাইমন হেনশ বলেন, সরকার রোহিঙ্গাদের পাশে আছে এবং এই অবস্থান পরিবর্তন হয়নি।

এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সমালোচনা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেছিলেন , সংস্থাটি এই নামের উপযুক্ত নয়। কারণ এতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী অনেক দেশকে স্বাগত জানানো হয়েছে। এর আগে রাখাইন রাজ্যের মানবিক সংকট নিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে আলোচনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তিনি এ আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, টিলারসন ক্ষতিগ্রস্ত এলাকায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় সহযোগিতার জন্যও মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। 

/এমএইচ/
সম্পর্কিত
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
সর্বশেষ খবর
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে