X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বের হয়ে আসতে প্রস্তুত গুহায় আটকে পড়া কিশোর ফুটবলাররা

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ১২:৪০আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:৫৫

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের উদ্ধারে চলছে অভিযান। দিনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ‘ডি-ডে’ আখ্যা দিয়েছেন থাইল্যান্ডের চিয়াং রাইয়ের গভর্নর নারোংসাক ওসাতানাকর্ন। এদিন হিটলারের নাৎসি বাহিনীকে রুখে ফ্রান্সকে মুক্ত করতে ফরাসি উপকূলে অবতরণ করেছিল ব্রিটিশ-আমেরিকান ও কানাডীয় দেড় লক্ষাধিক সৈন্য। গভর্নর জানিয়েছেন, উদ্ধারকারীদের সঙ্গে বের হয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী আটকে পড়া কিশোররা। চিয়াং রাইয়ের গভর্নর নারোংসাক ওসাতানাকর্ন
২৩ জুন থাইল্যান্ডের স্থানীয় সময় বিকালে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ থাইল্যান্ডের উত্তর অংশের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করেন। বৃষ্টির পানি জমে যাওয়ায় গুহাটিতে আটকে পড়ে তারা। নয়দিন পর তাদের সন্ধান পাওয়া গেলেও উদ্ধার নিয়ে নানা শঙ্কা দেখা দেয়। বৃষ্টির পানি জমে যাওয়ায় শনিবার এই উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়।


 

উদ্ধার অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের লাইভ কাভারেজ পড়ুন: থাই গুহায় উদ্ধার অভিযান



রবিবার সকালে থাইল্যান্ডের ছিয়াং রাই প্রদেশর গভর্নর নারোংসাক ওসাতানাকর্ন গুহার সামনে সাংবাদিক সম্মেলনে বলেন, আজ আমাদের প্রস্তুতি সবচেয়ে বেশি। আজ অভিযানের দিন। সকাল দশটায় ১৩ বিদেশি ডুবুরি আটকে পড়াদের বের করে আনতে গুহায় প্রবেশ করেছে। তাদের সঙ্গে আছে থাই নেভি সিলের ৫ সদস্য।
উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া এই গভর্নর বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাসে দেখেছি, একটা ঝড় বা মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আমাদের শতভাগ প্রস্তুতি ক্ষুণ্ন হবে, আবার আমাদের গুহার পানি সেচ দেওয়া শুরু করতে হবে। আটকে পড়া ১৩ কিশোরকেই অভিযানের বিষয়ে জানানো হয়েছে। তারা বের হয়ে আসার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী আর উচু মাত্রায় আত্মবিশ্বাসী। তারা আমাদের সঙ্গে বাইরে বের হয়ে আসতে স্থির প্রতিজ্ঞাবদ্ধ।’
নারোংসাক ওসাতানাকর্ন বলেন, ‘‌গত তিন চারদিন ধরে আমরা প্রস্তুতির মহড়া চালিয়ে আসছি। আমরা অন্য একজন কিশোরকে নিয়ে জিরো-টু ট্যাঙ্কের অবস্থানে মহড়া দিয়েছি। আমি আশ্বস্ত করে বলতে পারি এই অভিযানের জন্য আমরা যথার্থই প্রস্তুত। কিশোরদের পরিবারের সদস্যদেরও অভিযানের বিষয়ে জানানো হয়েছে আর তারা আমাদের সঙ্গে একমত হয়েছে। সবাইকে ধৈর্য্য ধরে খবর শোনার অপেক্ষা এবং আমাদের সমর্থন আর শুভকামনা জানানোর আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে ফ্রান্স উপকূলবর্তী এলাকায় আধিপত্য বজায় রাখতে হিটলার তার সামরিক বাহিনীর সবথেকে চৌকস ফিল্ড মার্শাল এরউইন রমেলকে কমান্ডের দায়িত্ব দিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে ব্রিটেন-আমেরিকা-কানাডার মিত্রপক্ষের যৌথ বাহিনির কাছে তার পরাজয় বরন করতে হয়েছিল। ১,৫৬,০০০ আমেরিকান ব্রিটিশ ও কানাডিয়ান যৌথবাহিনী ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের উপকূলে ৫০ মাইল দীর্ঘ একটি সৈকতের উপরে ৫ টি ভাগে ভাগ হয়ে অবতরন করে । দিনটি ডি-ডে হিসেবে পরিচিতি পায়। অগাস্ট ১৯৪৪ শেষ দিকে উত্তর ফ্রান্স মিত্র বাহিনীর দখলে আসে। জার্মানরা পরাজিত হতে শুরু করলে বসন্তের শেষ দিকে ফ্রান্স শত্রু মুক্ত হয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া