X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় দিনে আরও ৪ কিশোর উদ্ধার, ফের অভিযান স্থগিত: সিএনএন

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৮, ১৮:৩১আপডেট : ১০ জুলাই ২০১৮, ০৮:৫৪

থাইল্যান্ডের গুহায় আটকে পড়াদের মধ্যে আরও ৪ জনকে জীবিত উদ্ধারের পর সোমবারের অভিযান সমাপ্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত গুহা থেকে মোট ৮ জনকে উদ্ধার করা হয়েছে। গুহায় এখনও রয়েছে ৪ কিশোর ও তাদের কোচ। উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে সরকারিভাবে অভিযান স্থগিত ও উদ্ধারকৃতদের সংখ্যা ও অবস্থা সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

দ্বিতীয় দিনে আরও ৪ কিশোর উদ্ধার, ফের অভিযান স্থগিত: সিএনএন

ব্রিটিশ বার্তা সংস্থাও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার ৪ জনকে উদ্ধারের কথা জানিয়েছে। তবে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ৩ জনকে উদ্ধারের কথা জানিয়ে চতুর্থজনের বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করার কথা লিখেছিল প্রথমে। পরে চতুর্থজনকে উদ্ধারের কথা জানায়।


 

উদ্ধার অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের লাইভ কাভারেজ পড়ুন: থাই গুহায় উদ্ধার অভিযান


 

উল্লেখ্য, গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেনি। এরপর টানা ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভেতরে জীবিত অবস্থায় তাদের শনাক্ত করেন ডুবুরিরা। রবিবার (৮ জুলাই) থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে।

দ্বিতীয় দিনে আরও ৪ কিশোর উদ্ধার, ফের অভিযান স্থগিত: সিএনএন

রবিবার চার কিশোরকে উদ্ধারের পর স্থগিত হওয়া অভিযান সোমবার স্থানীয় সময় ১১টায় শুরু হয়। অভিযানের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযান প্রধান নারোংসাক ওসোথানাকর্ন জানিয়েছেন, শিগগিরই ভালো খবর পাওয়ার আশা করছেন তারা। তিনি জানান, গতকালের মতোই আজকের পরিস্থিতি ভালো। তেমন কোনও পরিবর্তন ছাড়াই গতকালের টিম গুহায় প্রবেশ করেছে। পানির উচ্চতা আশঙ্কাজনক নয়। গতকালের বৃষ্টি গুহার ভেতরে পানির উচ্চতাকে প্রভাবিত করেনি।

এদিকে, অভিযান সম্পর্কে সরকারি তথ্য পাওয়ার বিষয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, উদ্ধার অভিযান ও উদ্ধার হওয়া কিশোরদের সম্পর্কে কোনও সরকারি কর্মকর্তাই অন দ্য রেকর্ড কথা বলতে চাইছেন না। গুহার মুখ থেকে অ্যাম্বুলেন্সের চলে যাওয়ার বিষয়ে রবিবার রাতেও কোনও কর্মকর্তা কিছু জানাননি।

সোমবার দুপুরে অভিযান সংশ্লিষ্ট উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের অনেকবার ফোন করলেও তারা কোনও সাড়া দেননি।

এর আগে রবিবার উদ্ধারকৃত ৪ কিশোর হাসপাতালে পোঁছার কয়েক ঘণ্টা পরে সরকারিভাবে উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছিল।

 

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’