X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চীনা নাগরিকদের বহিষ্কারের আদেশ বাতিল করল ভারতীয় আদালত

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ১৮:১৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৮:২০
image

শুক্রবার (২১ ডিসেম্বর) ভারতের একটি আদালত ৬০ জন চীনা নাগরিককে ভারত থেকে বের করে দেওয়ার সরকারি সদ্ধান্ত বাতিল করে দিয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চীনা নাগরিকদের উপস্থিতির বিষয়ে জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহর সময় দেওয়া হয়।  বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা নাগরিকরা ব্যবসায়ী ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু অভিযোগ ছিল, তারা চুক্তির শর্ত ভঙ্গ করে ভারতীয় প্রতিষ্ঠানে কাজ করা শুরু করেছেন। চীনা নাগরিকদের বহিষ্কারের আদেশ বাতিল করল ভারতীয় আদালত

ভারতের ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ জানতে পেরেছিল, ৬০ জন চীনা নাগরিক ভারতে পৌঁছেছেন এবং সেখানে তারা কাজ করেছেন। এ নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি চিঠিও দেয়। কিন্তু শেষ পর্যন্ত মামলা গড়ায় আদালত পর্যন্ত। এফআরআরও আদালতকে বলেছে, বিজনেস ভিসায় ভারতে গিয়ে সংশ্লিষ্ট  চীনা নাগরিকরা বিনা অনুমতিতে কাজ করা শুরু করেছিলেন। প্যাসিফিক সাইবার টেকনোলজি মুম্বাই ভিত্তিক একটি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে দাবি তুলেছেন, ওই ৬০ চীনা নাগরিক তাদের ক্রেতার প্রতিনিধি। তাদের দীর্ঘ মেয়াদি ভিসা ছিল এবং স্থানীয় কর্মীদের কাজ শেখানোর জন্য তারা পশ্চিম ভারতে অবস্থিত বিভিন্ন করাখানার শ্রমিকদের প্রশিক্ষণ দিচ্ছিলেন না।’
দুই পক্ষের যুক্তি শুনে আদালত এফআরআরওকে প্রশ্ন করেন, প্রথমে কোনও কারণ দর্শানোর নোটিস না দিয়ে কেন সরাসরি তাদেরকে দেশত্যাগ করতে বলা হয়েছে? এ প্রশ্নের সদুত্তর না পেয়ে আদালত সরকারের সিদ্ধান্ত বাতিল করে দেয়। প্যাসিফিক সাইবার টেকনোলজি জানিয়েছে, সংশ্লিষ্ট চীনা ব্যক্তিদের অনেকেই সরকারি আদেশ পেয়ে ভারত ছেড়েছেন। তবে এখনও বেশ কয়েকজন রয়ে গেছেন।

/এএমএ/
সম্পর্কিত
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করবে চীন
সর্বশেষ খবর
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি