X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাইজেরিয়ায় উল্টে পড়া ট্যাংকারে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৮:৫২আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩

নাইজেরিয়ায় উল্টে পড়া একটি ট্যাংকার থেকে চুইয়ে পড়া তেল সংগ্রহের সময় তা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে তেল সংগ্রহ করতে ব্যস্ত থাকা মানুষের মধ্যে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।শনিবার নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র ইরেনে উগবো মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, আমরা ১২টি দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছি। আর ২২ জন মারাত্মক দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছি। তবে স্থানীয়রা বলছেন নিহতের সংখ্যা ৬০ জন হতে পারে। নাইজেরিয়ায় উল্টে পড়া ট্যাংকারে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

বিগত কয়েক বছরে একই ধরণের ঘটনায় নাইজেরিয়ায় কয়েক শ মানুষ নিহত হয়েছে। আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া। তবুও এর নাগরিকেরা পাইপ লাইনের ছিদ্র বা তেলবাহী ট্রাক থেকে চুইয়ে পড়া তেল সংগ্রহ করতে গিয়ে জীবন বিপন্ন করতে দ্বিধা করে না। প্রায় এক বছর আগে একই এলাকায় দুর্ঘটনা কবলিত আরেকটি ট্যাংকার থেকে তেল সংগ্রহের সময় ৩০ জনেরও বেশি দগ্ধ হয়ে মারা যায়। ১৯৯৮ সালে দেশটির এই ধরণের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। জেসে শহরের একটি পাইপলাইন থেকে তেল সংগ্রহ করতে গিয়ে ওই সময় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল।

নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র ইরেনে উগবো বলেন, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের ওদুকপানি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রিচার্ড জনসন নামের এক প্রত্যক্ষদর্শী এপিকে বলেন, ‘পুলিশ শুধু কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। আর অনেকেই পুড়ে ছাই হয়ে গেছে’। তিনি জানান, বিস্ফোরণের সময়ে ঘটনাস্থল থেকে প্রায় ৬০ জন তেল সংগ্রহ করছিলেন।

জনসন আরও বলেন, ‘মনে হয় না সেখানে থাকা কেউ বেঁচে আছে। কারণ সেখানে প্রচুর তেল ছিল।’ তিনি জানান, মানুষের সংগ্রহ করা পাত্র থেকে তেল টেনে নেওয়ার জন্য ঘটনাস্থলে একটি ইলেকট্রিক জেনারেটর আনা হলে তা থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি।

/জেজে/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি