X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাখাইনে হামলায় ৬ বিজিপি সদস্য আহতের দাবি সেনাবাহিনীর, আরাকান আর্মির অস্বীকার

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৯

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির ফাঁদে পড়ে হামলার শিকার হয়ে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ছয় সদস্য আহত হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ান জেনারেল জাউ লিন টুন এই তথ্য জানিয়েছেন। তবে আরাকান আর্মির মুখপাত্র বুধবার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের কথা অস্বীকার করেছেন। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

রাখাইনে হামলায় ৬ বিজিপি সদস্য আহতের দাবি সেনাবাহিনীর, আরাকান আর্মির অস্বীকার

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। মিয়ানমারের কয়েকটি রাজ্যে সেনাবাহিনী অস্ত্রবিরতি ঘোষণা দিলেও রাখাইন ছিল এর আওতা বহির্ভূত। অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকেই রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত ৪ জানুয়ারি রাখাইনে সীমান্ত চৌকিতে আরাকান আর্মির সদস্যদের হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে ওই এলাকার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত রয়েছে। প্রায়শই মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। 

সেনা মুখপাত্র বলেন, একজন গুরুতর আহত এবং বাকিরা সামান্য আহত হয়েছে। মংডু শহরের কাইয়ি কান পুইন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এখানে বিজিপির একটি ফাঁড়ি রয়েছে। এই গ্রাম সীমান্তের কাছে না। বুধবার দুপুরে সড়ক পথে বিজিপির একটি গাড়ি চলাচলের সময় ফাঁদে পড়ে। পরে সেখানে বন্দুকযুদ্ধ হয়।

আহত ছয় সদস্যকে ইয়াঙ্গুনে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান মুখপাত্র।

তবে আরাকান আর্মির এক মুখপাত্র দাবি করেছেন, বুধবার মংডুতে কোনও সংঘর্ষ হয়নি। কিন্তু বামার আর্মি ও বিজিপির মধ্যে ভুল বুঝাবুঝিতে গোলাগুলি হয়েছে বলে শুনেছি।

যদিও বুধবার ১২ ও ১৮ বছর বয়সী দুই ভাই মর্টার শেলের আঘাতে আহত হয়েছে। মংডুতে ইয়ান অং মুইন গ্রামে কিশোরদের বাড়িতে এই মর্টার আঘাত হানে। এই গ্রামের কাছেই গোলাগুলির খবর পাওয়া গেছে।

এই ঘটনার তিনদিন আগে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে তিন ব্যক্তি প্রাণ হারিয়েছে। রবিবার রাখাইনের বুথিয়াডং এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়ে। স্থানীয়রা ইরাবতীকে জানিয়েছে, নিহতদের একজন রোহিঙ্গা সম্প্রদায়ভুক্ত। বাকী দুইজন আরাকান সম্প্রদায়ের হলেও তিনজনই ছিলেন নিরস্ত্র।

 

 

/এএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!