X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মার্কিন চাপের মুখে ঘোষণা: ভেনেজুয়েলা থেকে সোনা কেনা হবে না

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৪
image

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বিনিয়োগ প্রতিষ্ঠান নূর ক্যাপিটাল ভেনেজুয়েলার কাছ থেকে তিন টন সোনা কিনেছে। নিকট ভবিষ্যতে আরও সোনা কেনার কথা থাকলেও গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তারা সেদিকে এগোবে না। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভেনেজুয়েলার সঙ্গে লেনদেনের বিষয়ে মার্কিন সিনেটরের টুইটার বার্তা প্রকাশিত হওয়ার একদিন পর নূর ক্যাপিটাল বিবৃতিতে নিজেদের পরিবর্তিত অবস্থান তুলে ধরেছে। মার্কিন চাপের মুখে ঘোষণা: ভেনেজুয়েলা থেকে সোনা কেনা হবে না
নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে ভেনেজুয়েলা সরকার সোনার মজুত বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। গত ২৬ জানুয়ারি ৩ টন সোনার চালানটি পাঠানো হয় আরব আমিরাতে। ভেনেজুয়েলা আরও ১৫ টন সোনা বিক্রি করতে চেয়েছিল। গত নভেম্বর মাসের হিসেব অনুযায়ী,  নিজেদের কেন্দ্রীয় ব্যাংক ও যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের কাছে দেশটির মোট ১৩২ টন সোনা মজুত রয়েছে।
নূর ক্যাপিটাল এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তারা ভেনেজুয়েলার সঙ্গে  আর কোনওরকম লেনদেন করবে না এবং সর্বশেষ যে চালানের সোনা তারা দেশটির কাছ থেকে কিনেছে তা আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনেই কিনেছে।
তেলের উৎপাদন হ্রাস পাওয়ায় অর্থনৈতিক নিম্নগতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের ফলে বাড়তে থাকা চাপ মোকাবেলায় ভেনেজুয়েলা বছরখানেক আগে থেকেই তাদের সোনার মজুদ বিক্রির চেষ্টা চালিয়ে আসছিল।  সোনা বিক্রির বিষয়ে আপত্তি জানানোয় গত বৃহস্পতি ও শুক্রবার ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়। এ তথ্য জানানো তিনটি সূত্র অনুরোধ করেছে তাদের নাম গোপন রাখতে। কারণ তাদের দৃষ্টিতে পরিস্থিতি অত্যন্ত নাজুক।
ভেনেজুয়েলার ক্ষমতাসীন বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র গত বুধবার বিশ্বজুড়ে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন ভেনেজুয়েলার কাছ থেকে সোনা না কেনে। মার্কিন সিনেটর মার্কো রুবিও বৃহস্পতিবার (৩১ জানুয়ারিতে) টুইটার বার্তায় লিখেছিলেন, আরব আমিরাতের পক্ষে ভেনেজুয়েলার সোনা ‘চুরির’ জন্য কাজ করছে একজন ফরাসি নাগরিক। এর প্রেক্ষিতে আবুধাবির নূর ক্যাপিটাল পরের দিন শুক্রবারই ভেনেজুয়েলার কাছ থেকে আর সোনা না কেনার সিদ্ধান্ত ঘোষণা করে। মার্কিন চাপের মুখে ঘোষণা: ভেনেজুয়েলা থেকে সোনা কেনা হবে না

/এএমএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা