X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলার ইতিহাসের বৃহত্তম সামরিক মহড়ায় মাদুরো

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪২

মার্কিন আগ্রাসনের হুমকির মুখেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে ভেনেজুয়েলায়। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহড়া হিসেবে বর্ণনা করেছেন। ১০ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মহড়া চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভেনেজুয়েলার ইতিহাসের বৃহত্তম সামরিক মহড়ায় মাদুরো

উপকূলীয় রাজ্য মিরানডার একটি সামরিক ঘাঁটিতে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, আমাদের অবশ্যই ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, দেশের ভবিষ্যতের জন্য এখানকার মানুষের ২০০ বছরের বেশি সময় ধরে লড়াইয়ের ইতিহাস রয়েছে। সশস্ত্র বাহিনী ও জনগণ দেশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখবে।

ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্টকে স্বীকৃতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন মাদুরো। হুমকি দেওয়া বন্ধ করতেও ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল উৎপাদন প্রতিষ্ঠান পিডিভিএসের সহযোগী প্রতিষ্ঠান সিটগো পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালনা পর্ষদে থাকা অন্তত দুইজন মার্কিন সদস্যকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে কারাকাস। সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, ভেনেজুয়েলার এই অপসারণ পরিকল্পনায় মার্কিন নাগরিক ছাড়াও নাম রয়েছে বেশ কয়েকজন ভেনেজুয়েলার নাগরিকের। এ সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়ে গেছে কিনা তা নিশ্চিত নয়।

সিটগো বেসরকারি প্রতিষ্ঠান। তবে পিডিভিএসের ৪৯.৯ শতাংশ শেয়ার ছিল তাতে। বাকিটা মার্কিন বিনিয়োগকারীদের। সিটগো পিডিভিএসের তেল যুক্তরাষ্ট্রে অবস্থিত রিফাইনারিতে পরিশোধন করতো। ২০১৭ সালে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেই শেয়ার বন্ধক রেখে রাশিয়ার কাছ থেকে ১৫০ কোটি ডলার ঋণ নিয়েছিলেন। এতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করে মার্কিন ক্ষমতাচক্র। ভেনেজুয়েলায় রাশিয়ার প্রভাব ঠেকাতে তারা ওই ঋণের দায় নিজেরা নিয়ে রাশিয়ার কাছ থেকে বন্ধক থাকা শেয়ার পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রাশিয়া দেয়নি।
ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে সমর্থন দেওয়ার পর যুক্তরাষ্ট্র কারাকাসের পাওনা অর্থ আটকে দেয় পিডিভিএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে। সেই অর্থ তারা তুলে দেওয়ার পরিকল্পনা করে হুয়ান গুইদোর হাতে। এ উদ্দেশ্যে সিটগোর পরিচালনা পর্ষদে গুইদোর সুপারিশে সদস্য নিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়েছিল। এখন মাদুরো সরকার পাল্টা মার্কিন সদস্যদের পরিচালনা পর্ষদ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছে।

ভেনেজুয়েলা যে দুইজন মার্কিন নাগরিককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে তাদের একজন আর্ট ক্লেইন ও অপরজন রিক এসার। অন্যদিকে অপসারণের কথা ভাবা হচ্ছে যে ভেনেজুয়েলান নাগরিকদের, তাদের মধ্যে রয়েছেন আসদ্রুবাল চ্যাভেজ, ফ্র্যাংক গিগাস, নিপমার এস্কালোনা, সিমন সুয়ারেজ ও আলেজান্দ্রো এস্কারা। তবে এই অপসারণের সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়ে গেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
ইসরায়েল ও ফিলিস্তিন ভ্রমণে কানাডার সতর্কতা
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া