X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের এফ-সিক্সটিন ব্যবহার নিয়ে প্রকাশ্যে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১৫:০৪আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২০:৫৭
image

মার্কিন জেট বিমান এফ-১৬ ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান চুক্তিকালীন বিধি ভঙ্গ করেছে কিনা, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহারের শর্তে পাকিস্তানের কাছে ওই মডেলের বিমানগুলো বিক্রি করেছিল ওয়াশিংটন। তবে ভারতের দাবি, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান এফ-১৬ ব্যবহার করেই তাদের বিমান প্রতিহত করেছে। ৫ মার্চ (মঙ্গলবার) ভারতের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে এ সংক্রান্ত আনুষ্ঠানিক অভিযোগ ও প্রমাণ হাজির করা হয়। একইদিনে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তাদের নজরে থাকবে। তবে দ্বিপাক্ষিক চুক্তি সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

এফ সিক্সটিন
ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত এফ-সিক্সটিন ক্রয় সংক্রান্ত চুক্তিতে বলা হয়েছে, অন্য কোনও দেশের বিরুদ্ধে পাকিস্তান ওই বিমান ব্যবহার করতে পারবে না। এফ-সিক্সটিনের সঙ্গে যুক্ত করে ব্যবহারযোগ্য যে কোনও অস্ত্র ব্যবহারের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তানকে অনুমতি নিতে হবে। ভারতীয় বিমানবাহিনীর অভিযোগ, ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আজাদ কাশ্মিরে ভারতের বিমান হামলার পরদিন ২৭ ফেব্রুয়ারি (বুধবার) দুই দেশের আকাশে যে সামরিক উত্তেজনা তৈরি হয়, সে সময় পাকিস্তান নিজের হাতে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে। তবে ইসলামাবাদ বলছে, তারা কোনোভাবেই সেদিন এফ-১৬ ব্যবহার করেনি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র রবার্ট পালাডিনো বলেন, ‘আমরা ওই প্রতিবেদনগুলো দেখেছি এবং এ ইস্যুটি খুব নিবিড়ভাবে অনুসরণ করছি।’ তিনি আরও বলেন, ‘আমি কোনও কিছুই নিশ্চিত করতে পারছি না। তবে নীতিমালাজনিত কারণে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি কিংবা যোগাযোগগত দ্বিপাক্ষিক চুক্তির বিষয় নিয়ে আমরা প্রকাশ্যে মন্তব্য করতে পারি না। আমরা এটি পর্যবেক্ষণে রেখেছি এবং তা অব্যাহত থাকবে। এর বেশি কিছু আমি আর বলতে চাই না।’

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সে দেশের আধাসামরিক বাহিনীর ওপর জইশ-ই-মোহাম্মদের স্বঘোষিত আত্মঘাতী হামলায় ৪০ জন নিরাপত্তাকর্মী নিহত হলে এই পর্যায়ের ভারত-পাকিস্তান উত্তেজনা শুরু হয়। হামলায় রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের সংবাদমাধ্যমে ফলাও করে উঠে আসছে পরস্পরের বিরুদ্ধে হামলা ও একে অন্যের হামলা প্রতিহত করার খবর। দুই দেশই একে অপরকে শাসাচ্ছে নিজেদের হাতে থাকা শতাধিক পারমাণবিক অস্ত্রের ইঙ্গিত সামনে এনে।

ভারতীয় বিমানবাহিনীর অভিযোগ, সম্প্রতি আজাদ কাশ্মিরে ভারতের বিমান হামলার পরদিন ২৭ ফেব্রুয়ারি (বুধবার) পাকিস্তানের সঙ্গে তাদের সাম্প্রতিক উত্তেজনা চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে মিসাইল নিক্ষেপ করা হয়। আর পাকিস্তানে একমাত্র এফ-১৬ যুদ্ধবিমানই এই মিসাইল বহনে সক্ষম। দিল্লির মার্কিন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশের কাছেও এ সংক্রান্ত প্রমাণ তুলে ধরার দাবি করেছে ভারত। 

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!