X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নেদারল্যান্ডসে ট্রামে হামলা: সন্দেহভাজন বন্দুকধারী গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ১৬:৪৯আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৭:০৪

নেদারল্যান্ডসে ট্রামে সন্ত্রাসী হামলায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হন।

নেদারল্যান্ডসে ট্রামে হামলা: সন্দেহভাজন বন্দুকধারী গ্রেফতার

সোমবার স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে নেদারল্যান্ডসের টুয়েন্টি ফোর অক্তোবেরপ্লেইন জংশনের কাছে হামলার ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি চালাতে দেখা যায়। যাতে অন্তত ৩ জন নিহত ও ৯ জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেওয়া হলেও এখনও হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ৩৭ বছর বয়সী ওই সন্দেহভাজন ‍তুর্কি নাগরিক। হামলার কয়েকঘণ্টা পর ঘটনাস্থলের ২ মাইলের মধ্য থেকেই গ্রেফতার করা হয় তাকে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই ঘটনায় কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুনরায় হামলার আশঙ্কায় দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দর ও মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়।

সন্দেহভাজন ওই তুর্কি নাগরিককে আটকের পর, উট্রাখ শহরে হুমকি সতর্কতা কমিয়ে আনা হয়েছে। হামলার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। বিমানবন্দর ও মসজিদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উট্রাখ বিশ্ববিদ্যালয়ের সব ভবন বন্ধ রাখা হয়েছে এবং শহরের প্রাণকেন্দ্রের স্টেশনে ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিছু গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় একজন ব্যবসায়ী বিবিসিকে বলেন, ‘বন্দুকধারী তানিস তুরস্কের নাগরিক। সে আগে রাশিয়ার চেচনিয়াতে যুদ্ধ করেছে।’ এই এলাকায় দীর্ঘদিন ধরে আইএস’সহ জিহাদি গ্রুপগুলো অভিযান চালিয়ে আসছে। ‘আইএসের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।’

 

/এমএইচ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী