X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণের পেছনে কোটিপতি ব্যবসায়ীর পরিবার!

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ০৯:১৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৫:৫৮

শ্রীলঙ্কায় ২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় আত্মঘাতী হামলাকারী হিসেবে নাম উঠে আসছে দেশটির এক কোটিপতি ব্যবসায়ীর পরিবারের। অভিজাত ওই লঙ্কান ব্যবসায়ীর নাম ইনসাফ আহমদ ইব্রাহিম। তার স্ত্রী ফাতিমা ইব্রাহিমেরও ওই হামলায় যোগসাজশ ছিল। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, ইনসাফের তামার কারখানাতেই হামলায় ব্যবহৃত বোমাগুলো তৈরি করা হয়েছে। রবিবারের হামলার পর গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে কারখানা ব্যবস্থাপকসহ নয়জনকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।

শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণের পেছনে কোটিপতি ব্যবসায়ীর পরিবার!

ইতোমধ্যে আইএসের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। হামলাকারী হিসেবে জঙ্গিরা নিজেদের আট সদস্যের ছবিসহ যে ভিডিও প্রকাশ করেছে, তাতে ইনসাফ আহমদ ইব্রাহিমের স্ত্রী ফাতিমাও রয়েছেন। এতে দেখা যায়, এক সারিতে সাতজন এবং পেছনে আরেকজন দাঁড়িয়ে আছেন। ভারতীয় গোয়েন্দাদের দাবি, পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হচ্ছেন ফাতিমা; আর তার ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন স্বামী ইনসাফ আহমদ ইব্রাহিম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইনসাফ আহমদ ইব্রাহিম নিজেই পাঁচতারকা শাংগ্রিলা হোটেলে বিস্ফোরণ ঘটায়।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী পরিবারের সদস্য হিসেবে রাজনীতিকদের সঙ্গে সখ্য ছিল ইনসাফের। তার বাবা খ্যাতনামা মসলা ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ ইব্রাহিম এক সময় বামপন্থি দল জনতা ভিমুখী পেরামুনা পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। শ্রীলঙ্কার বর্তমান শিল্প ও বাণিজ্যমন্ত্রী ঋষথ বাথিউডেন তার ঘনিষ্ঠ বন্ধু। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষের সংবর্ধনা অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল লক্ষণীয়।

হামলার পর তদন্তের জন্য ইনসাফ আহমদ ইব্রাহিমের বাবা মোহাম্মদ ইউসুফ ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। ছয় পুত্র ও তিন কন্যার জনক মোহাম্মদ ইউসুফ শ্রীলঙ্কা ব্যবসায়ী কমিউনিটিতে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। ফাতিমা ফাজলা নামে তার একজন প্রতিবেশী জানান, গরিব মানুষদের খাবার ও অর্থ সহায়তার জন্য তিনি এলাকায় বেশ বিখ্যাত ছিলেন। তার সন্তানরা এমন কাজ করতে পারে, এটা অকল্পনীয়।

সিরিজ বিস্ফোরণের পর রাতেই ইনসাফ আহমদ ইব্রাহিমের অভিজাত অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পুলিশি অভিযানকালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ইনসাফের ছোট ভাই ৩১ বছরের ইলহাম ইব্রাহিম। এতে ইলহাম ছাড়াও ইনসাফের অন্তসত্ত্বা স্ত্রী ফাতিমা ও তার তিন সন্তান নিহত হয়। বর্তমানে ক্রাইম সিন লেখা ফিতা দিয়ে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। তবে এ ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

ইনসাফ আহমদ ইব্রাহিমের প্রতিবেশীরা জানিয়েছেন, দৃশ্যত তারা সজ্জন মানুষ হিসেবেই পরিচিত ছিল। ইনসাফের বাসার বিপরীত পাশে থাকা পরিবারের সদস্য ফাতিমা ফাজলা রয়টার্সকে বলেন, তাদের ভালো মানুষ হিসেবেই প্রতীয়মান হতো।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
লোকসভা নির্বাচনের আগে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল
ইরানের আটক করা জাহাজে রয়েছেন ১৭ ভারতীয় ক্রু: এনডিটিভি
সর্বশেষ খবর
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি