X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কায় তল্লাশি অভিযানে ৬ শিশুসহ নিহত ১৫: পুলিশ

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১০:৫৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১১:০০

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে তল্লাশি অভিযানে কোনঠাসা হয়ে পড়া তিন আত্মঘাতী হামলাকারী নিজেদের উড়িয়ে দিলে ছয় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার রাতে কালমুনাই শহরে উগ্রবাদী ইসলামপন্থীদের গোপন আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযানের সময়ে এই ঘটনা ঘটে। শনিবার প্রথমে এই ঘটনায় এক বেসামরিকসহ সন্দেহভাজন চার আত্মঘাতী হামলাকারী নিহত হওয়ার কথা জানানো হলেও পরে দেশটির পুলিশ জানিয়েছে,এই ঘটনায় মোট ১৫ জন নিহত হয়েছে। শ্রীলঙ্কায় তল্লাশি অভিযানে ৬ শিশুসহ নিহত ১৫: পুলিশ
২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) লঙ্কান সরকার এই হামলায় নিহতের সংখ্যা ২৫৩ বলে নিশ্চিত করে। ভয়াবহ এই সিরিজ বোমা হামলার পর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি জোরালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী কলম্বো থেকে ৩৭০ কিলোমিটার পূর্বাঞ্চলীয় শহর কালমুনাইয়ের একটি এলাকায় ইস্টার সানডে’র সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে যৌথ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনী।
এই অভিযানে গোলাগুলির খবর নিশ্চিত করে শনিবার সকালে প্রথমে সেনাবাহিনীর তরফে দুই সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর মৃত্যুর খবর জানানো হয়। পরে পুলিশের বিবৃতিতে চার সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী ও এক বেসামরিকের মৃত্যুর খবর জানানো হয়।
তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের তরফে জানানো হয়,কালমুনাই শহরের ওই আস্তানায় তিন আত্মঘাতী নিজেদের উড়িয়ে দিলে অপর তিন নারী ও ছয় শিশু নিহত হয়। এছাড়া বাড়ির বাইরে আরও তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের বিবৃতিতে বলা হয়, ধারণা করা হচ্ছে তারাও আত্মঘাতী হামলাকারী।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন,সেনা সদস্যদের সহায়তায় পুলিশের চালানো অভিযানে বন্দুকধারীদের সঙ্গে প্রায় এক ঘণ্টা গুলিবিনিময়ের পর শনিবার ভোরে বাড়ির অভ্যন্তরে তল্লাশি অভিযানের সময়ে এসব মৃতদেহ পাওয়া যায়। সেনা মুখপাত্র সুমিত আতাপাত্তু জানিয়েছেন, রাতের অন্ধকারে ওই বাড়িতে সেনা সদস্যরা প্রবেশের চেষ্টা করলে বন্দুকধারীরা গুলি ছোঁড়ে। পরে সেনা সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানিয়েছেন, ইস্টার সানডে’র হামলায় সম্পৃক্ততার অভিযোগে আইএস ঘনিষ্ঠ ১৪০ জনকে খুঁজছে পুলিশ।
এই গোলাগুলির কয়েক ঘণ্টা আগে অপর একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদরে ধারণা এই বাড়ি থেকেই ইস্টার সানডে’র হামলার দায় স্বীকার করে প্রচারিত ভিডিওটি ধারণ করা হয়েছিল। আইএস-এর বার্তা সংস্থা আমাক ওই ভিডিও বার্তা প্রকাশ করে। শুক্রবার রাতে এক বিবৃতিতে পুলিশ জানায়, ভিডিও রেকর্ড করতে গ্রুপটির ব্যবহৃত ব্যাকড্রপটি খুঁজে পেয়েছি আমরা।
দেশটির টেলিভিশনে পুলিশের প্রচারিত ভিডিওতে আইএসের পোশাক ও পতাকা দেখিয়ে ওই বাড়ি থেকে এসব উদ্ধারের কথা জানানো হয়েছে। এছাড়াও ওই বাড়ি থেকে ১৫০ স্টিক বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম হিসেবে এক লাখ বল বিয়ারিং উদ্ধারের কথা জানানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়